صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন
صحيح موارد الظمآن (2229)
2229 - عن أَبِي سعيد الخدري، أنَّ النبيَّ صلى الله عليه وسلم قال: `إنَّ المؤمنَ إِذا اشتهى الولد في الجنّة؛ كانَ حملُه ووضعه وشبابه كما يشتهي في ساعة`.
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - `المشكاة` (5648).
অনুবাদঃ আবু সাঈদ খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘নিশ্চয়ই কোনো মুমিন যখন জান্নাতে সন্তান কামনা করবে, তখন তার গর্ভধারণ, প্রসব এবং তার পূর্ণ বয়স্ক হওয়া এক ঘণ্টার মধ্যেই তার আকাঙ্ক্ষা অনুযায়ী হয়ে যাবে।’