الحديث


صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন





صحيح موارد الظمآن (2227)


2227 - عن أَبِي هريرة، عن رسول الله أنّه قيل له: أنطأ في الجنّة؟ قال: `نعم - والذي نفسي بيده - دَحمًا دحمًا، فإِذا قامَ عنها؛ رجعتُ مطهرة بكرًا`.


تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - `التعليقات الحسان` (9/ 246/ 7359).




অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করা হলো: ‘আমরা কি জান্নাতে সহবাস করব?’

তিনি বললেন: ‘হ্যাঁ, সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ, (তোমরা) সেখানে প্রবলভাবে সহবাস করবে। অতঃপর যখন সে (পুরুষ) তার (স্ত্রীর) কাছ থেকে উঠে দাঁড়াবে, তখন সে (স্ত্রী) পুনরায় পবিত্র ও কুমারী হয়ে যাবে।’