صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন
2204 - عن عتبة بن عبدٍ السُّلَميِّ، قال : قامَ أَعرابيّ إِلى رسول الله صلى الله عليه وسلم، فقال: ما حوضُك الذي تُحَدِّثُ عنه؟ فقال: `هو كما بين صنعاء إِلى بصرى، ثمَ يمدّني الله فيه بكُراع لا يدري بَشرٌ - ممن خُلِق - أَيَّ طرفيه`. قال: فكبّر عمر رضوان الله عليه، فقال صلى الله عليه وسلم: `أَمّا الحوضُ؛ فيزدحم عليه فقراءُ المهاجرين الذين يقتلون في سبيل الله، ويموتون في سبيل الله، وأَرجو أَن يوردني الله الكراعَ فأَشرب منه` .
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - `ظلال الجنة` (715).
অনুবাদঃ উতবাহ ইবনু আব্দ আস-সুলামী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দাঁড়িয়ে বলল: আপনার সেই হাউয (কাউসার) কী, যার সম্পর্কে আপনি আলোচনা করে থাকেন?
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: "তা সান‘আ থেকে বুসরাহর মধ্যবর্তী স্থানের মতো। এরপর আল্লাহ তা‘আলা আমাকে তাতে এমন একটি বড় জলাধার (বা স্রোতধারা) দ্বারা সাহায্য করবেন, যার দুই প্রান্তের মধ্যে কোনটি (অর্থাৎ কোনদিকে তা বেশি প্রসারিত) তা সৃষ্টির মধ্যে কেউই জানে না।"
বর্ণনাকারী বলেন: তখন উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আল্লাহু আকবার ধ্বনি দিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: "আর সেই হাউযে দরিদ্র মুহাজিরগণ ভিড় করবে, যারা আল্লাহর রাস্তায় নিহত হবে এবং আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে। আর আমি আশা করি, আল্লাহ তা‘আলা আমাকে সেই জলাধারের (কাছে) নিয়ে যাবেন, যাতে আমি তা থেকে পান করতে পারি।"