الحديث


صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন





صحيح موارد الظمآن (2203)


2203 - عن أَبي برزة، قال: سمعتُ رسولَ الله صلى الله عليه وسلم يقول: `ما بين ناحيتي حوضي؛ كما بين (أيلة) إِلى صنعاء مسيرةَ شهر، عرضه كطولِه، فيه مزرابان ينثعبان من الجنّة، مِن وَرِق وذَهبٍ، أَبيضُ من اللبن، وأَحلى من العسل، وأَبردُ من الثلج، فيه أَباريق عدد نجوم السماء`.


تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - `ظلال الجنة` (722).




অনুবাদঃ আবু বারযা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি:

"আমার হাউজের (হাওজে কাউসার) দুই প্রান্তের দূরত্ব হলো আইলা থেকে সানআ পর্যন্ত দূরত্বের সমান—যা এক মাসের পথ। এর প্রস্থ এর দৈর্ঘ্যের সমান। এতে দুটি নালী বা ঝর্ণা রয়েছে যা জান্নাত থেকে উৎসারিত হচ্ছে। সেগুলো রূপা ও সোনা দিয়ে তৈরি। (এর পানি) দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও শীতল। এতে আকাশের তারকারাজির সমসংখ্যক পানপাত্র (আব্বারিক) থাকবে।"