صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন
2202 - عن صالح بن أَبِي طريف، قال : قلت لأَبي سعيد الخدري: أَسمعتَ رسولَ اللهِ صلى الله عليه وسلم يقول في هذه الآية: {رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ}؟ فقال: نعم، سمعتُه يقول: `يُخْرجُ الله أُناسًا من المؤمنين من النّارِ بعد ما يأَخذ نقمته منهم - قال: لَمّا أَدخلهم الله النار مع المشركين؛ قال المشركون: أَليس كنتم تزعمون في الدنيا أَنَّكم أَولياؤُه، فما لكم معنا في النّار؟! فإِذا سمعَ الله ذلك منهم؛ أَذِنَ في الشفاعة، فيشفعُ لهم الملائكة والنبيّون، حتّى يُخْرَجوا بإذن الله، فلمّا أُخرِجوا قالوا: يا ليتنا كنا مثلهم؛ فتدركنا الشفاعةُ فنخرجَ من النّار! فذلك قول الله [جل وعلا]: {رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ} قال: فَيسَمَّونَ [في الجنة]: (الجهنّميين)؛ من أَجلِ سوادٍ في وجوههم، فيقولون: ربّنا! أَذهب عنّا هذا الاسم، فيغتسلون في نهر في الجنّة، فيذهب ذلك منهم`. (قلت): لأَبي سعيد أَحاديث في `الصحيح` في الشفاعة غير هذا.
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - `ظلال الجنّة` (2/ 405/ 842، 844).
অনুবাদঃ আবু সাঈদ খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:
(সালেহ ইবনে আবী তারিফ বলেন,) আমি আবু সাঈদ আল-খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে জিজ্ঞেস করলাম: আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে কিছু বলতে শুনেছেন: "যারা কুফরি করেছে তারা আকাঙ্ক্ষা করবে, হায়! যদি তারা মুসলিম হতো!"?
তিনি বললেন: হ্যাঁ, আমি তাঁকে (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে) বলতে শুনেছি: আল্লাহ তাআলা কিছু সংখ্যক মুমিনকে তাদের (পাপের) শাস্তি গ্রহণের পর জাহান্নাম থেকে বের করবেন। (তিনি বলেন): যখন আল্লাহ তাদেরকে মুশরিকদের সাথে জাহান্নামে প্রবেশ করাবেন, তখন মুশরিকরা বলবে: তোমরা কি দুনিয়াতে এই দাবি করতে না যে তোমরা তাঁর বন্ধু? তাহলে কী কারণে তোমরা আমাদের সাথে জাহান্নামে রয়েছ?!
যখন আল্লাহ তাদের (মুশরিকদের) এই কথা শুনবেন, তখন তিনি শাফাআতের অনুমতি দেবেন। ফলে ফেরেশতাগণ ও নবীগণ তাদের জন্য শাফাআত করবেন, যতক্ষণ না আল্লাহর অনুমতিক্রমে তাদের জাহান্নাম থেকে বের করা হয়। যখন তাদের (মুমিনদের) বের করে আনা হবে, তখন (কাফিররা) বলবে: হায়! যদি আমরা তাদের মতো হতাম, তাহলে শাফাআত আমাদেরকেও পেত এবং আমরাও জাহান্নাম থেকে বের হতে পারতাম! এটাই হলো আল্লাহ তাআলার বাণী: "যারা কুফরি করেছে তারা আকাঙ্ক্ষা করবে, হায়! যদি তারা মুসলিম হতো!"
তিনি (নবী সাঃ) বলেন: এরপর জান্নাতে তাদের (জাহান্নাম থেকে বের হওয়া মুমিনদের) ’জাহান্নামী’ বলে ডাকা হবে, কারণ তাদের চেহারায় কালচে ভাব থাকবে। তখন তারা বলবে: হে আমাদের রব! আমাদের থেকে এই নামটি দূর করে দিন। অতঃপর তারা জান্নাতের একটি নহরে গোসল করবেন, ফলে সেই (কালচে) ভাব দূর হয়ে যাবে।