الحديث


سلسلة الأحاديث الصحيحة
Silsilatul Ahadisis Sahihah
সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ





سلسلة الأحاديث الصحيحة (29)


29 - ` بينما رجل يمشي بطريق، إذ اشتد عليه العطش، فوجد بئرا فنزل فيها فشرب وخرج
فإذا كلب يلهث يأكل الثرى من العطش، فقال الرجل: لقد بلغ هذا الكلب من العطش
مثل الذي بلغ مني، فنزل البئر فملأ خفه، ثم أمسكه بفيه حتى رقي فسقى الكلب
فشكر الله له، فغفر له، فقالوا: يا رسول الله وإن لنا في البهائم لأجرا؟
فقال: في كل ذات كبد رطبة أجر `.
رواه مالك في ` الموطأ ` (ص




অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:

একদা এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন তার ভীষণ পিপাসা পেল। সে একটি কূপ দেখতে পেল, অতঃপর তাতে নেমে পানি পান করল এবং উপরে উঠে এল। তখন সে দেখল একটি কুকুর পিপাসায় হাঁপাচ্ছে এবং (পিপাসার তাড়নায়) কাদা খাচ্ছে। লোকটি বলল: আমার যে পরিমাণ পিপাসা লেগেছিল, এই কুকুরটিরও ঠিক সেই পরিমাণ পিপাসা লেগেছে।

এরপর সে কূপটিতে আবার নামল, তার মোজা (বা চামড়ার জুতো) পূর্ণ করে পানি নিল, তারপর তা মুখে ধরে উপরে উঠে এলো এবং কুকুরটিকে পান করাল। আল্লাহ তা’আলা তার এই কাজের প্রতিদান দিলেন (কৃতজ্ঞতা প্রকাশ করলেন) এবং তাকে ক্ষমা করে দিলেন।

সাহাবীগণ জিজ্ঞেস করলেন: ইয়া রাসূলাল্লাহ! চতুষ্পদ জন্তুর প্রতি দয়া দেখালে কি আমাদের সওয়াব হবে?

তিনি (রাসূলুল্লাহ ﷺ) বললেন: হ্যাঁ, প্রত্যেক সজীব কলিজা (অর্থাৎ প্রত্যেক প্রাণীর প্রতি দয়া দেখালেই) তার জন্য পুরস্কার (সওয়াব) রয়েছে।