الحديث


إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ





إتحاف الخيرة المهرة (7965)


7965 - عن وهب بن كيسان قال: "مر أعرابي على أبي هريرة- رضي الله عنه فقال: أين تريد؟ قالت: غنيمة لي، قال: نعم، قالت: امسح رغامها، وأطب مراحها، وصل في جانب مراحها، فإنها من دواب الجنة واسنن بها فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يقول: إنها أرض قليلة المطر. قال: يعني المدينة".
رواه مسدد وَأَحْمَدُ بْنُ حَنْبَلٍ بِسَنَدٍ وَاحِدٍ رُوَاتُهُ ثِقَاتٌ.

7965 - ورواه البزار بسند ضعيف ولفظه عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: "سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم -عن الصلاة في مرابض الغنم. قال: امسح رغامها، وصل في مراحها، فإنها من دواب الجنة".




অনুবাদঃ ৭৯৬৫ - ওয়াহব ইবনে কায়সান (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: এক বেদুঈন আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর পাশ দিয়ে যাচ্ছিল। তিনি (আবূ হুরায়রা) জিজ্ঞেস করলেন: তুমি কোথায় যাচ্ছো? সে বলল: আমার কিছু ছাগল আছে (সেখানে যাচ্ছি)। তিনি বললেন: হ্যাঁ, সেগুলোর নাকের ময়লা মুছে দাও, এবং সেগুলোর বিশ্রামস্থল (আস্তাবল) পরিষ্কার-পরিচ্ছন্ন রাখো, আর সেগুলোর বিশ্রামস্থলের একপাশে সালাত আদায় করো, কারণ সেগুলো জান্নাতের চতুষ্পদ জন্তুর অন্তর্ভুক্ত। আর সেগুলোর মাধ্যমে সুন্নাত প্রতিষ্ঠা করো (বা সেগুলোর সাথে ভালো ব্যবহার করো), কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: নিশ্চয়ই এটি এমন ভূমি যেখানে বৃষ্টি কম হয়। (বর্ণনাকারী) বলেন: তিনি (রাসূল) মদীনাকে উদ্দেশ্য করেছেন।
এটি বর্ণনা করেছেন মুসাদ্দাদ এবং আহমাদ ইবনে হাম্বল একই সনদে। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য (সিকাহ)।

৭৯৬৫ - আর এটি বর্ণনা করেছেন আল-বাযযার দুর্বল সনদে (বি-সানাদিন দাঈফ)। এবং এর শব্দাবলী আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগলের আস্তাবলে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বললেন: সেগুলোর নাকের ময়লা মুছে দাও, এবং সেগুলোর বিশ্রামস্থলে সালাত আদায় করো, কারণ সেগুলো জান্নাতের চতুষ্পদ জন্তুর অন্তর্ভুক্ত।