الحديث


إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ





إتحاف الخيرة المهرة (7963)


7963 - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ- رضي الله عنهما قال: "لما دخل أهل الجنة الجنة قال: أعطيكم خيراً من هذا؟ قالوا: ربنا ما خير من هذا؟ قال: رضاي".
رواه مسدد موقوفًا، ورواته ثقات.

7963 - وَابْنُ حِبَّانَ فِي صَحِيحِهِ مَرْفُوعًا وَلَفْظُهُ: عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "إذا دخل أهل الجنة الجنة قال الله- عز وجل: أتشتهون شيئًا؟ قالوا: ربنا وما فوق ما أعطيتنا؟ قال: بل رضاي أكبر ".




অনুবাদঃ ৭৯৬৩ - জাবির ইবনু আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: "যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, তিনি (আল্লাহ) বলবেন: আমি কি তোমাদেরকে এর চেয়েও উত্তম কিছু দেব? তারা বলবে: হে আমাদের রব, এর চেয়ে উত্তম আর কী হতে পারে? তিনি বলবেন: আমার সন্তুষ্টি।"
এটি মুসাদ্দাদ মাওকূফ সূত্রে বর্ণনা করেছেন, এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য (সিকাহ)।

৭৯৬৩ - এবং ইবনু হিব্বান তাঁর সহীহ গ্রন্থে মারফূ' সূত্রে এটি বর্ণনা করেছেন এবং এর শব্দাবলী হলো: জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ আযযা ওয়া জাল বলবেন: তোমরা কি আর কিছু চাও? তারা বলবে: হে আমাদের রব, আপনি আমাদের যা দিয়েছেন, এর চেয়েও ঊর্ধ্বে আর কী আছে? তিনি বলবেন: বরং আমার সন্তুষ্টিই সর্বশ্রেষ্ঠ।"