إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ
7962 - وَعَنْ أَسْلَمَ، عَنِ امْرَأَتِهِ قَالَتْ: "خَطَبَنَا أَبُو مُوسَى- رضي الله عنه فَبَيْنَا نَحْنُ كَذَلِكَ إِذْ صَرَفُوا أَبْصَارَهُمْ- أَوْ شَخَصُوا أَبْصَارَهُمْ- قَالَ: مَا صَرَفَ أبصارهم؟ قالوا:
الْهِلَالُ. قَالَ: فَذَلِكَ الَّذِي شَخَصَ أَبْصَارَهُمْ- أَوْ صَرَفَ أَبْصَارَهُمْ-؟ قَالُوا: نَعَمْ. قَالَ: فَكَيْفَ إِذَا أَبْصَرْتُمُ اللَّهَ- تبارك وتعالى جَهْرَةً".
رَوَاهُ مُسَدَّدٌ عَنْ يَحْيَى، عَنِ التَّيْمِيِّ عَنْهُ بِهِ.
وَفِي الْبَابِ حَدِيثُ أَنَسِ بْنِ مَالِكٍ الطَّوِيلُ، وَتَقَدَّمَ فِي أَوَّلِ كِتَابِ الْجُمُعَةِ، وَفِيهِ حَدِيثُ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَتَقَدَّمَ فِي بَابِ الْمُتَحَابِّينَ.
অনুবাদঃ ৭৯৬২ - আর আসলাম (রাহিমাহুল্লাহ) থেকে, তাঁর স্ত্রী থেকে বর্ণিত, তিনি বলেন: "আবু মূসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমাদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন। আমরা যখন সেই অবস্থায় ছিলাম, তখন তারা তাদের দৃষ্টি ফিরিয়ে নিল—অথবা তাদের দৃষ্টি উপরে তুলে ধরল—। তিনি (আবু মূসা) বললেন: কিসে তাদের দৃষ্টি ফিরিয়ে নিল? তারা বলল: চাঁদ (নতুন চাঁদ)। তিনি বললেন: এটাই কি যা তাদের দৃষ্টি উপরে তুলে ধরল—অথবা তাদের দৃষ্টি ফিরিয়ে নিল? তারা বলল: হ্যাঁ। তিনি বললেন: তাহলে কেমন হবে যখন তোমরা আল্লাহকে—যিনি বরকতময় ও সুমহান—প্রকাশ্যে দেখতে পাবে?"
এটি বর্ণনা করেছেন মুসাদ্দাদ, ইয়াহইয়া থেকে, আত-তাইমী থেকে, তাঁর (আসলামের) সূত্রে।
আর এই অধ্যায়ে আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর দীর্ঘ হাদীস রয়েছে, যা জুমু'আহ অধ্যায়ের শুরুতে উল্লেখ করা হয়েছে। আর এতে (এই বিষয়ে) আলী ইবনে আবি তালিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর হাদীসও রয়েছে, যা 'পরস্পর ভালোবাসাকারীদের' অধ্যায়ে উল্লেখ করা হয়েছে।