الحديث


إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ





إتحاف الخيرة المهرة (7951)


7951 - عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ قَالَ: "قُلْتُ لِأَنَسٍ- رضي الله عنه: يا أباحمزة، مَا تَقُولُ فِي أَطْفَالِ الْمُشْرِكِينَ؟ فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: لم يكن لهم حسنات فيجازوا بِهَا فَيَكُونُوا مِنْ أَهْلِ الْجَنَّةِ، وَلَا سَيِّئَاتٌ فيعاقبوا بها فيكونوا من أهل النار هم خدم أهل الجنة".
رَوَاهُ أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ وَأَحْمَدُ بْنُ مَنِيعٍ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَنْهُ أَبُو يَعْلَى، وَمَدَارُ أَسَانِيدِهِمْ عَلَى الرَّقَاشِيِّ.




অনুবাদঃ ৭৯৫১ - ইয়াযীদ আর-রাকাশী (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: "আমি আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে বললাম: হে আবূ হামযা, মুশরিকদের (মুশরিক) শিশুদের ব্যাপারে আপনি কী বলেন?"
তিনি বললেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "তাদের এমন কোনো নেক আমল ছিল না যার কারণে তাদের প্রতিদান দেওয়া হবে এবং তারা জান্নাতী হবে, আর না ছিল এমন কোনো পাপ যার কারণে তাদের শাস্তি দেওয়া হবে এবং তারা জাহান্নামী হবে। তারা হলো জান্নাতবাসীদের সেবক।"
এটি বর্ণনা করেছেন আবূ দাঊদ আত-ত্বায়ালিসী, আহমাদ ইবনু মানী', এবং আবূ বাকর ইবনু আবী শাইবাহ, আর তাঁর (ইবনু আবী শাইবাহর) সূত্রে আবূ ইয়া'লা। আর তাদের সনদসমূহের কেন্দ্রবিন্দু হলো আর-রাকাশী।