الحديث


إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ





إتحاف الخيرة المهرة (7949)


7949 - وَعَنْ أَبِي الدَّرْدَاءِ- رضي الله عنه سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم -يَقُولُ: "يَدْخُلُ فُقَرَاءُ أُمَّتِيَ الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِأَرْبَعِينَ خَرِيفًا- أَوْ أَرْبَعِينَ سَنَةً".
رَوَاهُ أَبُو يَعْلَى عَنْ مُحَمَّدِ بْنِ جامع بن خنيس وضعفه، وَضَعَّفَهُ أَبُو حَاتِمٍ وَابْنُ عُدَيِّ، وَوَثَّقَهُ ابْنُ حِبَّانَ، وَبَاقِي رُوَاةُ الْإِسْنَادِ ثِقَاتٌ.




অনুবাদঃ ৭৯৪৯ - এবং আবূ দারদা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি: "আমার উম্মতের দরিদ্ররা তাদের ধনীদের চল্লিশ শরৎকাল পূর্বে— অথবা চল্লিশ বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে।"

এটি আবূ ইয়া'লা বর্ণনা করেছেন মুহাম্মাদ ইবনু জামি' ইবনু খুনায়স থেকে এবং তিনি (আবূ ইয়া'লা) তাকে দুর্বল বলেছেন, এবং তাকে আবূ হাতিম ও ইবনু আদী দুর্বল বলেছেন, আর ইবনু হিব্বান তাকে নির্ভরযোগ্য বলেছেন, এবং ইসনাদের (সনদের) বাকি বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।