المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ
4738 - حَدَّثَنَا رَوْحُ بْنُ عَبْدِ الْمُؤْمِنِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي سَارَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ الرَّجُلَ مِنْ أَهْلِ الْجَنَّةِ لَيُشْرِفُ عَلَى الرَّجُلِ مِنْ أَهْلِ النَّارِ، فَيُنَادِي مَنْ فِي النَّارِ : يَا فُلَانُ ! أَمَا تَعْرِفُنِي ؟ قَالَ : لَا، وَاللَّهِ مَا أَعْرِفُكَ، مَنْ أَنْتَ وَيْحَكَ ؟ قَالَ : أَنَا الَّذِي مَرَرْتَ بِي فِي الدُّنْيَا، فَاسْتَسْقَيْتَنِي شَرْبَةً مِنْ مَاءٍ فَسَقَيْتُكَ، فَاشْفَعْ لِي بِهَا عِنْدَ رَبِّكَ، قَالَ : فَدَخَلَ ذَلِكَ الرَّجُلُ عَلَى اللَّهِ فِي زَوْرِهِ، فَقَالَ : يَا رَبِّ ! إِنِّي أَشْرَفْتُ عَلَى أَهْلِ النَّارِ، فَقَامَ رَجُلٌ مِنْ أَهْلِ النَّارِ، فَنَادَى : يَا فُلَانُ ! أَمَا أَتَعْرِفُنِي ؟ فَقُلْتُ : وَاللَّهِ مَا أَعْرِفُكَ، وَمَنْ أَنْتَ ؟ قَالَ : أَنَا الَّذِي مَرَرْتَ بِي فِي الدُّنْيَا، فَاسْتَسْقَيْتَنِي فَسَقَيْتُكَ، فَاشْفَعْ لِي بِهَا عِنْدَ رَبِّكَ , فَيَقُولُ : يَا رَبِّ ! فَشَفِّعْنِي فِيهِ، قَالَ : فَيُشَفِّعُهُ اللَّهُ فِيهِ وَيُخْرِجُهُ مِنَ النَّارِ ` *
অনুবাদঃ আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
নিশ্চয়ই জান্নাতবাসীদের মধ্য থেকে একজন ব্যক্তি জাহান্নামবাসীদের মধ্য থেকে অপর একজন লোকের দিকে উঁকি দেবেন। তখন জাহান্নামের লোকটি আওয়াজ দিয়ে বলবে: হে অমুক! আপনি কি আমাকে চিনতে পারছেন না?
তিনি (জান্নাতবাসী) বলবেন: আল্লাহর কসম, আমি আপনাকে চিনতে পারছি না। আপনি কে, আপনার কী হয়েছে?
সে (জাহান্নামী) বলবে: আমি সেই ব্যক্তি, যার পাশ দিয়ে আপনি দুনিয়াতে অতিক্রম করেছিলেন এবং আমার কাছে এক ঢোক পানি চেয়েছিলেন, আর আমি আপনাকে পানি পান করিয়েছিলাম। অতএব, এর বিনিময়ে আপনি আপনার রবের কাছে আমার জন্য সুপারিশ করুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: তখন সেই লোকটি (জান্নাতী) তার সাক্ষাতের সময় আল্লাহর কাছে আরজি জানাবেন। তিনি বলবেন: হে আমার রব! আমি জাহান্নামবাসীদের দিকে তাকিয়েছিলাম, তখন জাহান্নামবাসীদের মধ্য থেকে একজন লোক দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলল: হে অমুক! আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি বললাম: আল্লাহর কসম, আমি আপনাকে চিনি না। আর আপনি কে? সে বলল: আমি সেই ব্যক্তি, যার পাশ দিয়ে আপনি দুনিয়াতে অতিক্রম করেছিলেন এবং আমার কাছে পানি চেয়েছিলেন, আর আমি আপনাকে পানি পান করিয়েছিলাম। অতএব, এর বিনিময়ে আপনি আপনার রবের কাছে আমার জন্য সুপারিশ করুন।
তখন তিনি (জান্নাতী) বলবেন: হে আমার রব! আমাকে তার ব্যাপারে সুপারিশ করার অনুমতি দিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: তখন আল্লাহ তাআলা তাকে (ঐ জান্নাতবাসীকে) তার (জাহান্নামবাসীর) ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেবেন এবং তাকে জাহান্নাম থেকে বের করে আনবেন।