المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ
4735 - وَقَالَ مُسَدَّدٌ : حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ : ` يَجِيءُ الرَّجُلُ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْحَسَنَاتِ أَمْثَالُ الْجِبَالِ الرُّوَاسِي، فَمَا يَزَالُ الرَّجُلُ يَطْلُبُهُ بِمَظْلَمَةٍ، وَيَأْخُذُ مِنْ حَسَنَاتِهِ حَتَّى مَا تَبْقَى لَهُ حَسَنَةٌ، وَحَتَّى يَرْجِعَ إِلَيْهِ مِنْ سَيِّئَاتِهِ ` , فَقُلْتُ لِأَبِي عُثْمَانَ : مِمَّنْ سَمِعْتَ هَذَا ؟ فَذَكَرَ سِتَّةً مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَفِظْتُ مِنْهُمُ ابْنُ مَسْعُودٍ، وَحُذَيْفَةُ، وَسَلْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُمْ *
�$E1484 بَابُ شَفَاعَةِ الْمُؤْمِنِينَ
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে মাসঊদ, হুযাইফা ও সালমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সহ ছয়জন সাহাবী থেকে বর্ণিত, (যাদের থেকে আবু উসমান শুনেছেন):
কিয়ামতের দিন একজন লোক বিশাল সুউচ্চ পর্বতসম নেক আমল নিয়ে উপস্থিত হবে। কিন্তু তখন একজন লোক তার কাছে তার উপর করা জুলুমের পাওনা চাইতে থাকবে। ফলে সে লোক তার নেক আমল থেকে নিতেই থাকবে, যতক্ষণ না তার কাছে একটি নেক আমলও অবশিষ্ট থাকে। এমনকি সে লোকের গুনাহও তার উপর এসে বর্তাবে।
(বর্ণনাকারী বলেন,) আমি (অন্য বর্ণনাকারী) আবু উসমানকে জিজ্ঞেস করলাম, ‘আপনি এটি কার কাছ থেকে শুনেছেন?’ তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ছয়জন সাহাবীর নাম উল্লেখ করলেন, যাদের মধ্যে আমি ইবনে মাসঊদ, হুযাইফা ও সালমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নাম মনে রেখেছি।