المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ
4730 - وَقَالَ أَبُو يَعْلَى : حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، قَالَ : قَالَ أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` أَقْرَعُ بَابَ الْجَنَّةِ، فَيُفْتَحُ بَابٌ مِنْ ذَهَبٍ، وَحَلْقَةٌ مِنْ فِضَّةٍ، فَيَسْتَقْبِلُنِي النُّورُ الْأَكْبَرُ فَأَخِرُّ سَاجِدًا، فَأُلْقِي مِنَ الثَّنَاءِ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مَا لَمْ يُلْقِ أَحَدٌ قَبْلِي، فَيُقَالُ : ارْفَعْ رَأْسَكَ، وَسَلْ تُعْطَهْ، وَقُلْ تُسْمَعْ، وَاشْفَعْ تُشَفَّعْ، فَأَقُولُ : أُمَّتِي، فَيُقَالُ : لَكَ مَنْ فِي قَلْبِهِ مِثْقَالُ شَعِيرَةٍ مِنْ إِيمَانٍ ` , إِلَى أَنْ قَالَ : ` خَرْدَلَةً ` , إِلَى أَنْ قَالَ : ` مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ` *
অনুবাদঃ আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘আমি জান্নাতের দরজায় আঘাত করব। তখন স্বর্ণের একটি দরজা ও রূপার একটি কড়া খুলে দেওয়া হবে। ফলে মহাজ্যোতি (আন্-নূরুল আকবার) আমাকে অভ্যর্থনা জানাবে। তখন আমি সিজদায় লুটিয়ে পড়ব। আর আমি পরাক্রমশালী আল্লাহর এমন প্রশংসা (প্রশংসাবাণী) পেশ করব, যা আমার পূর্বে আর কেউ পেশ করেনি। অতঃপর বলা হবে: আপনার মাথা উত্তোলন করুন, যা চাইবেন তা দেওয়া হবে, যা বলবেন তা শোনা হবে এবং সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তখন আমি বলব: আমার উম্মত! তখন বলা হবে: আপনার জন্য সেই ব্যক্তিকে দেওয়া হলো, যার হৃদয়ে সামান্য পরিমাণ যবের দানা পরিমাণ ঈমান আছে।—এভাবে (বর্ণনাকারী এগিয়ে গিয়ে) বললেন—তারপর যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এভাবে (বর্ণনাকারী এগিয়ে গিয়ে) বললেন—আর সেই ব্যক্তি, যে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলেছে।