المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ
4731 - وَقَالَ الْحَارِثُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْوَرْكَانِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ , حَدَّثَنِي رَجُلٌ، مِنْ أَهْلِ الْعِلْمِ، قَالَ : إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : ` تُمَدُّ الْأَرْضُ مَدَّ الْأَدِيمِ، لِعَظَمَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَلَا يَكُونُ لِرَجُلٍ مِنْ بَنِي آدَمَ فِيهَا إِلَّا مَوْضِعَ قَدَمَيْهِ، ثُمَّ أُدْعَى أَوَّلَ النَّاسِ فَأَخِرُّ سَاجِدًا، ثُمَّ يُؤْذَنُ لِي فَأَقُولُ : يَا رَبِّ، أَخْبَرَنِي هَذَا، وَجِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ عَنْ يَمِينِ الْعَرْشِ، وَاللَّهِ مَا رَآهُ قَطُّ قَبْلَهَا، أَنَّكَ أَرْسَلْتَهُ إِلَيَّ، وَجِبْرِيلُ سَاكِتٌ لَا يَتَكَلَّمُ، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ : صَدَقَ، ثُمَّ يُؤْذَنُ لِي فِي الشَّفَاعَةِ، فَأَقُولُ : أَيْ رَبِّ، عِبَادُكَ عَبَدُوكَ فِي أَطْرَافِ الْأَرْضِ، وَذَلِكَ الْمَقَامُ الْمَحْمُودُ ` , صَحَّحَهُ الْحَاكِمُ *
�$E1483 بَابُ أَوَّلِ مَنْ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ
অনুবাদঃ একজন জ্ঞানী ব্যক্তি থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
"আল্লাহ্ তাআলার মহত্ত্বের কারণে (বিচার দিবসে) জমিনকে চামড়ার মতো টান করে প্রসারিত করা হবে। সেখানে আদম সন্তানের জন্য তার দুই পায়ের স্থান ব্যতীত আর কোনো জায়গা থাকবে না। এরপর আমিই প্রথম ব্যক্তি হিসেবে আহূত হবো, আর আমি সাথে সাথেই সিজদায় লুটিয়ে পড়বো। তারপর আমাকে (কথা বলার) অনুমতি দেওয়া হবে। তখন আমি বলবো: হে আমার রব! ইনি—আর জিবরাঈল (আলাইহিস সালাম) তখন আরশের ডান দিকে থাকবেন, আল্লাহর শপথ! আমি এর আগে কখনো তাঁকে দেখিনি—আমাকে জানিয়ে দিয়েছেন যে, আপনিই তাঁকে আমার কাছে প্রেরণ করেছেন। আর জিবরাঈল (আলাইহিস সালাম) তখন নীরব থাকবেন, কোনো কথা বলবেন না। তখন আল্লাহ্ আযযা ওয়া জাল্ল বলবেন: সে সত্য বলেছে। এরপর আমাকে শাফা‘আত (সুপারিশ) করার অনুমতি দেওয়া হবে। তখন আমি বলবো: হে আমার প্রতিপালক! আপনার বান্দারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে (অবস্থান করে) আপনার ইবাদত করেছে। আর এটাই হলো মাকামে মাহমুদ (প্রশংসিত স্থান)।"