الحديث


الجامع الكامل
Al-Jami Al-Kamil
আল-জামি` আল-কামিল





الجامع الكامل (16160)


16160 - عن جابر بن عبد اللَّه قال: انكسفت الشمس في عهد رسول اللَّه صلى الله عليه وسلم يوم مات إبراهيم ابن رسول اللَّه صلى الله عليه وسلم فذكر الحديث، وفيه:"ما من شيء توعدونه إلا قد رأيته في صلاتي هذه، لقد جيء بالنار، وذلكم حين رأيتموني تأخرت، مخافة أن يصيبني من لفحها، وحتى رأيت فيها صاحب المحجن يجر قصبه في النار، كان يسرق الحاج بمحجنه، فإنْ فطنَ له قال: إنما تعلق بمحجني، وإن غفل عنه ذهب به، وحتى رأيت فيها صاحبة الهره التي ربطتها فلم تطعمها، ولم تدعها تأكل من خشاش الأرض، حتى ماتت جوعا، ثم جيء بالجنة، وذلكم حين رأيتموني تقدمت حتى قمت في مقامي، ولقد مددت يدي وأنا أريد أن أتناول من ثمرها لتنظروا إليه، ثم بدا لي أن لا أفعل، فما من شيء توعدونه إلا قد رأيته في صلاتي هذه".

صحيح: رواه مسلم في الكسوف (904: 10) من طرق عن عبد اللَّه بن نمير، حدّثنا عبد الملك، عن عطاء، عن جابر قال: فذكره.




অনুবাদঃ জাবির ইবনু আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে সূর্যগ্রহণ হয়েছিল যেদিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পুত্র ইবরাহীম মারা গিয়েছিলেন। এরপর তিনি পূর্ণ হাদীসটি উল্লেখ করেন। সেই হাদীসে আছে: "তোমরা যে সকল বিষয়ে প্রতিশ্রুত হয়েছো, এমন কিছুই নেই যা আমি আমার এই সালাতে দেখিনি। আমার সামনে জাহান্নামকে পেশ করা হয়েছিল, আর তা তখনই যখন তোমরা আমাকে পিছিয়ে যেতে দেখেছিলে। (আমি পিছিয়েছিলাম) এই ভয়ে যে তার আগুনের তাপ আমাকে স্পর্শ করে কিনা। এমনকি আমি সেখানে (জাহান্নামে) মহাজন (বাঁকা লাঠি/ছড়ি) ওয়ালারকেও দেখলাম যে জাহান্নামের ভেতরে তার নাড়িভুঁড়ি টেনে নিয়ে যাচ্ছে। সে তার মহাজন দিয়ে হাজীদের জিনিসপত্র চুরি করত। যদি কেউ তা বুঝতে পারত, তখন সে বলত: 'আমার লাঠিতেই লেগে গিয়েছিল।' আর যদি সে (হাজী) খেয়াল না করত, তবে সে তা নিয়ে যেত। এমনকি আমি সেখানে সেই বিড়াল বাঁধাকারিণী নারীকেও দেখলাম, যে বিড়ালটিকে বেঁধে রেখেছিল, তাকে খাবার দেয়নি এবং যমীনের পোকামাকড় থেকেও তাকে খেতে দেয়নি, ফলে সেটি ক্ষুধায় মারা গিয়েছিল। এরপর জান্নাতকে পেশ করা হলো। আর তা তখনই যখন তোমরা আমাকে সামনে এগিয়ে যেতে দেখেছিলে এবং আমি আমার স্থানে দাঁড়িয়ে গিয়েছিলাম। আমি আমার হাত বাড়িয়েছিলাম আর আমি চেয়েছিলাম যে তোমরা যেন তার ফল দেখতে পারো, সেজন্য আমি তা থেকে কিছু নিতে চেয়েছিলাম। কিন্তু পরে আমার মনে হলো যে আমি তা না করি। তোমরা যে সকল বিষয়ে প্রতিশ্রুত হয়েছো, এমন কিছুই নেই যা আমি আমার এই সালাতে দেখিনি।"