ترتيب الأمالي الخميسية
Tartibul Amalil Khamisiyyah
তারতীবুল আমালীল খামিসিয়্যাহ
3008 - أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ الْعَتِيقِيُّ، قِرَاءَةً عَلَيْهِ، قَالَ: حَدَّثَنَا أَبُو عُمَرَ مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ بْنِ مُحَمَّدِ بْنِ زَكَرِيَّا بْنِ حَيَوَيْهِ الْخَرَّازُ، قَالَ: أَخْبَرَنَا أَبُو أَيُّوبَ سُلَيْمَانُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْخَلَّابِ، قَالَ: قَالَ أَبُو إِسْحَاقَ يَعْنِي إِبْرَاهِيمَ الْحَرْبِيَّ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَعِيدٍ، قَالَ: اسْتَأْذَنَ خَالُ سُلَيْمَانَ أَمِيرِ الْمُؤْمِنِينَ عَلَيْهِ ، وَهُوَ يَلْعَبُ الشِّطْرَنْجَ، فَقِيلَ لَهُ إِنَّ خَالَكَ بِالْبَابِ؟ فَقَالَ: وَيْحَكَ دَعْنَا ، يَرَانَا نَلْعَبُ بِالشِّطْرَنْجِ، قَالَ: خَالُكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنَّهُ يُرِيدُ الْحَجَّ ، وَيُرِيدَ يَدْعُوَكَ، قَالَ: ابْسُطُوا عَلَى الشِّطْرَنْجِ مِنْدِيلًا، وَأَمَرَ ، فَدَخَلَ عَلَيْهِ وَجَثَا بَيْنَ يَدَيْهِ، فَقَالَ يَا خَالُ: نَظَرْتَ فِي الشِّعْرِ نُنْشِدُ شَيْئًا مِنْهُ؟ فَقَالَ لَا، شَغَلَ عَنْ ذَلِكَ الْمَعَاشُ، فقَالَ سَمِعْتُ مِنَ الْحَدِيثِ شَيْئًا، فَقَالَ لَا، شَغَلَ عَنْ ذَلِكَ الْمَعَاشُ، قَالَ: فَنَظَرْتَ فِي الْعَرَبِيَّةِ؟ قَالَ: لَا، شَغَلَ عَنْ ذَلِكَ الْمَعَاشُ، قَالَ: وَيْلَكَ الْعَبْ بِالشِّطْرَنْجِ، فَمَا مَعَكَ فِي الْبَيْتِ أَحَدٌ.
অনুবাদঃ মুহাম্মদ ইবনে সাঈদ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:
আমীরুল মুমিনীন সুলাইমান (রাহিমাহুল্লাহ)-এর মামা তাঁর সাথে সাক্ষাতের অনুমতি চাইলেন, যখন সুলাইমান দাবা (শतरंज) খেলছিলেন। তখন তাঁকে বলা হলো: আপনার মামা দরজায় অপেক্ষা করছেন? তিনি বললেন: সর্বনাশ! আমাদের ছেড়ে দাও, তিনি আমাদের দাবা খেলতে দেখতে পাচ্ছেন। (খাদেম) বলল: হে আমীরুল মুমিনীন, ইনি আপনার মামা। তিনি হজ্বে যেতে চান এবং আপনার জন্য দুআ করতে চান।
সুলাইমান বললেন: দাবার ওপরে একটি রুমাল বিছিয়ে দাও। এরপর তিনি (মামাকে) প্রবেশের আদেশ দিলেন। মামা প্রবেশ করলেন এবং তাঁর সামনে হাঁটু গেড়ে বসলেন।
সুলাইমান জিজ্ঞেস করলেন: হে মামা, আপনি কি কবিতা নিয়ে মনোযোগ দিয়েছেন? আমরা কি তার থেকে কিছু আবৃত্তি করব? মামা বললেন: না, জীবিকার তাগিদ আমাকে তা থেকে ব্যস্ত রেখেছে।
সুলাইমান বললেন: আপনি কি হাদিসের কিছু শুনেছেন? মামা বললেন: না, জীবিকার তাগিদ আমাকে তা থেকে ব্যস্ত রেখেছে।
সুলাইমান বললেন: আপনি কি আরবি ভাষা ও ব্যাকরণ নিয়ে ভেবেছেন? মামা বললেন: না, জীবিকার তাগিদ আমাকে তা থেকে ব্যস্ত রেখেছে।
তখন সুলাইমান বললেন: আফসোস তোমার! তুমি বরং দাবা খেলো। কারণ, তোমার ঘরে আর কেউ নেই (যা তোমাকে জ্ঞানচর্চায় ব্যস্ত রাখবে)।