الحديث


ترتيب الأمالي الخميسية
Tartibul Amalil Khamisiyyah
তারতীবুল আমালীল খামিসিয়্যাহ





ترتيب الأمالي الخميسية (3002)


3002 - أَخْبَرَنَا أَبُو الْقَاسِمِ عَبْدُ الْعَزِيزِ بْنُ عَلِيِّ بْنِ أَحْمَدَ الْأَزْجِيُّ ، بِقِرَاءَتِي عَلَيْهِ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ مُحَمَّدٍ الْمُفِيدُ ،
بِجُرْجَرَايَا، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ مُحَمَّدٍ الْبَلْخِيُّ، قَالَ: حَدَّثَنَا حِمْدَانُ بْنُ سَهْلٍ قَالَ: مَاتَ أَبُو عَلِيٍّ الْمَنْحُورَانِيُّ فَخَرَجْنَا نُعَزِّي ابْنَهُ عَلِيَّ بْنَ مُحَمَّدٍ، فَلَمَّا رَجَعْنَا مِنْ دَفْنِ أَبِيهِ ، نَزَعَ ثِيَابَهُ ، وَدَخَلَ الْمَاءَ فِي نَهْرٍ، وَقَالَ: اشْهَدُوا أَنِّي لَا أَمْلِكُ الْيَوْمَ شَيْئًا مِمَّا وَرِثْتُ عَنْ أَبِي لِأَنَّهُ يَتَخَالَجُ فِي صَدْرِي، وَكَانَ لِي صَدِيقًا مُؤَانِسًا، فَقَالَ: إِنْ وَاسَيْتُمُونِي بِقَمِيصٍ حَتَّى أَخْرُجَ مِنَ الْمَاءِ ، فَعَلْتُمْ، فَأَلْقَوْا إِلَيْهِ قَمِيصًا فَخَرَجَ مِنَ الْمَاءِ ، وَكَانَ أَبُوهُ تَرَكَ مَا لَا يُحْصَى.




অনুবাদঃ হামদান ইবনে সাহল (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত:

আবু আলী আল-মানহুরানি মৃত্যুবরণ করলে আমরা তাঁর পুত্র আলী ইবনে মুহাম্মাদকে সমবেদনা জানাতে বের হলাম। যখন আমরা তাঁর পিতাকে দাফন করে ফিরে আসলাম, তখন তিনি (আলী) তাঁর পোশাক খুলে ফেললেন এবং একটি নদীর পানিতে প্রবেশ করলেন।

তিনি বললেন: তোমরা সাক্ষী থাকো যে, আমার পিতা থেকে আমি উত্তরাধিকার সূত্রে যা কিছু পেয়েছি, আজ থেকে তার কোনো কিছুরই আমি মালিক নই, কেননা তা আমার মনে (সন্দেহ ও) অস্বস্তি সৃষ্টি করছে।

তিনি ছিলেন আমার একজন ঘনিষ্ঠ বন্ধু। (আলী তখন উপস্থিত লোকদের) বললেন: যদি তোমরা আমাকে একটি জামা দিয়ে সাহায্য করো, যাতে আমি পানি থেকে বের হতে পারি, তবে তোমরা তাই করো।

অতঃপর উপস্থিত লোকেরা তাঁর দিকে একটি জামা ছুঁড়ে দিলেন এবং সে পানি থেকে বেরিয়ে আসলো। উল্লেখ্য, তাঁর পিতা অগণিত সম্পদ রেখে গিয়েছিলেন।