فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ
262 - أَخْبرنِي مُحَمَّد بن رَافع قَالَ أَنا سُلَيْمَان بن دَاوُود قَالَ أَنا إِبْرَاهِيم عَن أَبِيه عَن عُرْوَة عَن عَائِشَة أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم دَعَا فَاطِمَة ابْنَته فِي وَجَعه الَّذِي توفّي فِيهِ فسارها بِشَيْء فَبَكَتْ ثمَّ دَعَاهَا فسارها فَضَحكت قَالَت فسألتها عَن ذَلِك فَقَالَت أَخْبرنِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه يقبض فِي وَجَعه هَذَا فَبَكَيْت ثمَّ أَخْبرنِي أَنِّي أول أَهله لحَاقًا بِهِ فَضَحكت
অনুবাদঃ ২৬২ - আমাকে খবর দিয়েছেন মুহাম্মাদ ইবনু রাফি, তিনি বলেন, আমাদেরকে বলেছেন সুলাইমান ইবনু দাউদ, তিনি বলেন, আমাদেরকে বলেছেন ইবরাহীম, তাঁর পিতা হতে, তিনি উরওয়া হতে, তিনি আয়েশা (রাঃ) হতে (বর্ণনা করেছেন) যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সেই অসুস্থতার সময়ে, যাতে তিনি ইন্তেকাল করেন, তাঁর কন্যা ফাতিমা (রাঃ)-কে ডাকলেন। অতঃপর তিনি (সাঃ) তাঁকে কানে কানে কিছু বললেন, তখন তিনি (ফাতিমা) কেঁদে ফেললেন। এরপর তিনি (সাঃ) আবার তাঁকে ডাকলেন এবং কানে কানে বললেন, তখন তিনি হেসে ফেললেন। (আয়েশা রাঃ) বললেন, আমি তাঁকে সে বিষয়ে জিজ্ঞাসা করলাম। তখন তিনি (ফাতিমা) বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খবর দিলেন যে তিনি তাঁর এই অসুস্থতার মধ্যে ইন্তেকাল করবেন, তাই আমি কেঁদেছিলাম। অতঃপর তিনি আমাকে খবর দিলেন যে তাঁর পরিবারের মধ্যে আমিই সবার প্রথমে তাঁর সাথে মিলিত হব, তাই আমি হেসেছিলাম।
[নোটঃ AI দ্বারা অনূদিত]