الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (261)


261 - أخبرنَا مُحَمَّد بن بشار قَالَ أَنا عبد الْوَهَّاب قَالَ أَنا مُحَمَّد بن عَمْرو عَن أبي سَلمَة عَن عَائِشَة قَالَت مرض رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَجَاءَت فَاطِمَة فأكبت على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فسارها فَبَكَتْ ثمَّ أكبت عَلَيْهِ فسارها فَضَحكت فَلَمَّا توفّي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم سَأَلتهَا فَقَالَت لما أكبت عَلَيْهِ أَخْبرنِي أَنه ميت من وَجَعه ذَلِك فَبَكَيْت ثمَّ أكبيت عَلَيْهِ فَأَخْبرنِي أَنِّي أسْرع أَهله بِهِ لُحُوقا وَأَنِّي سيدة نسَاء أهل الْجنَّة إِلَّا مَرْيَم بنت عمرَان فَرفعت رَأْسِي فَضَحكت




অনুবাদঃ ২৬১ - আমাদেরকে খবর দিয়েছেন মুহাম্মাদ ইবনু বাশ্শার। তিনি বলেছেন, আমাদেরকে জানিয়েছেন আব্দুল ওয়াহহাব। তিনি বলেছেন, আমাদেরকে জানিয়েছেন মুহাম্মাদ ইবনু ‘আমর, আবূ সালামা থেকে, তিনি আয়িশাহ (রাঃ) থেকে।

তিনি (আয়িশাহ রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। তখন ফাতিমাহ (রাঃ) আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর ঝুঁকে পড়লেন। অতঃপর তিনি (নবী) তাকে কানে কানে কিছু বললেন, ফলে তিনি কেঁদে ফেললেন। এরপর তিনি (ফাতিমাহ) আবার তাঁর উপর ঝুঁকে পড়লেন। তখন তিনি (নবী) তাকে কানে কানে কিছু বললেন, ফলে তিনি হেসে উঠলেন।

যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন, তখন আমি তাকে (ফাতিমাহকে) জিজ্ঞেস করলাম। তিনি বললেন, যখন আমি তাঁর উপর ঝুঁকে পড়েছিলাম (প্রথমবার), তখন তিনি আমাকে জানান যে, এই অসুস্থতার কারণে তিনি মারা যাবেন, ফলে আমি কাঁদলাম। এরপর আমি যখন তাঁর উপর ঝুঁকে পড়লাম (দ্বিতীয়বার), তখন তিনি আমাকে জানান যে, তাঁর পরিবারের মধ্যে আমিই সবচেয়ে দ্রুত তাঁর সাথে মিলিত হব (মৃত্যুর মাধ্যমে) এবং আমি মারইয়াম বিনতে ইমরান ব্যতীত জান্নাতের অধিবাসীদের নারীদের সর্দার (বা নেত্রী) হব। তখন আমি আমার মাথা উঠালাম এবং হেসে উঠলাম।

[নোটঃ AI দ্বারা অনূদিত]