مختصر الأحكام
Mukhtasarul Ahkam
মুখতাসারুল আহকাম
1545 - نا عَلِيُّ بْنُ مُسْلِمٍ ، قَالَ : نا وَكِيعٌ ، قَالَ : نا سُفْيَانُ , عَنِ الأَعْمَشِ , عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ , عَنْ مَسْرُوقٍ , عَنْ عَبْدِ اللَّهِ يَعْنِي ابْنَ عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : “ أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا , وَإِنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ وَاحِدَةٌ كَانَ فِيهِ خَصْلَةٌ مِنْ نِفَاقٍ حَتَّى يَرْجِعَ : إِذَا حَدَّثَ كَذَبَ , وَإِذَا وَعَدَ أَخْلَفَ , وَإِذَا اؤْتُمِنَ خَانَ , وَإِذَا عَاهَدَ غَدَرَ , وَإِذَا خَاصَمَ فَجَرَ “ . *
অনুবাদঃ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: চারটি (বৈশিষ্ট্য) রয়েছে। যার মধ্যে এইগুলো বিদ্যমান, সে খাঁটি মুনাফিক (কপটাচারী) হবে। আর যার মধ্যে এইগুলোর মধ্য থেকে একটি মাত্র বৈশিষ্ট্যও বিদ্যমান থাকবে, সে তা পরিহার না করা পর্যন্ত তার মধ্যে নিফাকের (কপটাচারিতার) একটি বৈশিষ্ট্য থাকবে।
(সেগুলো হলো:)
১. যখন কথা বলে, মিথ্যা বলে।
২. যখন ওয়াদা করে, তা ভঙ্গ করে।
৩. যখন তার কাছে আমানত রাখা হয়, তখন খিয়ানত করে।
৪. যখন অঙ্গীকার করে, তখন বিশ্বাসঘাতকতা করে।
৫. আর যখন ঝগড়া করে, তখন সীমালঙ্ঘন করে (ফাসেকী করে)।