الحديث


الإبانة الكبرى لابن بطة
Al Ibanatul Kubrah li-ibnu Battah
আল ইবানাতুল কুবরা লি-ইবনু বাত্তাহ





الإبانة الكبرى لابن بطة (1299)


1299 - حَدَّثَنَا الْقَافْلائِيُّ، قَالَ : ثنا الصَّاغَانِيُّ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَمَّنْ حَدَّثَهُ، أَنَّ كَعْبَ الْكِتَابِيِّينَ كَانَ يَقُولُ : ` إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ نَظَرَ إِلَى الأَرْضِ، فَقَالَ : إِنِّي وَاطِئٌ عَلَى بَعْضِكِ، فَاسْتَبَقَتْ إِلَيْهِ الْجِبَالُ، وَتَضَعْضَعَتِ الضَّخْرَةُ، فَشَكَرَ اللَّهُ ذَلِكَ، فَوَضَعَ قَدَمَهُ عَلَيْهَا ثُمَّ قَالَ عَزَّ وَجَلَّ : هَذَا مَقَامِي، وَمَحْشَرُ خَلْقِي، وَهَذِهِ جَنَّتِي وَنَارِي، وَمَوْضِعُ مِيزَانِي، وَأَنَا دَيَّانُ الدِّينِ ` *




অনুবাদঃ কাব আল-কিতাবিয়্যীন বলতেন: "নিশ্চয় আল্লাহ্ আযযা ওয়া জাল্ল পৃথিবীর দিকে তাকালেন এবং বললেন, 'নিশ্চয় আমি তোমাদের কিছুর ওপর পদক্ষেপ নিবো।' তখন পর্বতমালা দ্রুত তাঁর দিকে ধাবিত হলো, এবং প্রস্তরখণ্ড নরম হয়ে গেল। অতঃপর আল্লাহ্ এর শুকরিয়া আদায় করলেন, এবং তার ওপর তাঁর ক্বদম (পা) রাখলেন। অতঃপর আল্লাহ্ আযযা ওয়া জাল্ল বললেন, 'এটা আমার অবস্থানস্থল, আর আমার সৃষ্টিকুলের সমাবেশের স্থান, আর এটিই আমার জান্নাত ও জাহান্নাম, আর আমার মীযানের (দাঁড়িপাল্লার) স্থান, আর আমিই বিচার দিনের প্রতিদানদাতা।"