الحديث


مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী





مسند الروياني (81)


81 - نا ابْنُ حُمَيْدٍ، نا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ قَالَ: كَانَ رَجُلٌ يَطُوفُ فِي الطَّرِيقِ وَكَانَ يَقْرَأُ سُورَةَ يُوسُفَ ثُمَّ يَسْأَلُ النَّاسَ، فَحَدَّثَنِي خَيْثَمَةُ بْنُ أَبِي خَيْثَمَةَ، عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ قَالَ: كُنْتُ أَمْشِي مَعَ عِمْرَانَ فَمَرَّ بِهَذَا الرَّجُلِ الَّذِي يَقْرَأُ سُورَةَ يُوسُفَ فَقَامَ إِلَى جَنْبِ حَائِطٍ، وَقُمْتُ مَعَهُ أَسْمَعُ قِرَاءَتَهُ ثُمَّ سَأَلَ فَقَالَ عِمْرَانُ: إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ “ انْطَلَقْ بِنَا، إِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا قَرَأَ أَحَدُكُمُ الْقُرْآنَ فَلْيَسْأَلِ اللَّهَ بِهِ، فَإِنَّ بَعْدَكُمْ أَقْوَامًا يَقْرَءُونَ الْقُرْآنَ -[104]- يَسْأَلُونَ النَّاسَ - يَعْنِي بِهِ»




অনুবাদঃ হাসান আল-বাসরী (রহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি ইমরান (রা.)-এর সাথে হেঁটে যাচ্ছিলাম। (ইতিপূর্বে মানসুর বলেছেন যে) এক লোক রাস্তায় হেঁটে হেঁটে সূরা ইউসুফ পড়ত এবং এরপর মানুষের কাছে চাইত (ভিক্ষা করত)।

আমরা সেই লোকটির কাছ দিয়ে গেলাম যে সূরা ইউসুফ তেলাওয়াত করছিল। তিনি (ইমরান) একটি দেয়ালের পাশে দাঁড়ালেন, আর আমিও তার সাথে দাঁড়ালাম, আমরা তার তেলাওয়াত শুনছিলাম। এরপর লোকটি (মানুষের কাছে) চাইল।

ইমরান (রা.) বললেন: “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের নিয়ে চলো (চলো আমরা যাই)। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:

‘যখন তোমাদের কেউ কুরআন পাঠ করে, সে যেন এর মাধ্যমে আল্লাহর কাছেই চায়। কারণ তোমাদের পরে এমন একদল লোক আসবে যারা কুরআন পড়বে এবং এর মাধ্যমে মানুষের কাছে (ভিক্ষা/সাহায্য) চাইবে’—অর্থাৎ কুরআন দিয়ে (মানুষের কাছে) চাইবে।”