الحديث


مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী





مسند الروياني (208)


208 - ونا أَيْضًا بِهَذَا الْإِسْنَادِ فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إنَّ مَسَابَّكُمْ هَذِهِ لَيْسَتْ بِمَسَابَّ عَلَى أَحَدٍ، وَإِنَّمَا أَنْتُمْ وَلَدُ آدَمَ طَفُّ الصَّاعِ لَمْ تَمْلُؤُوهُ، لَيْسَ لِأَحَدٍ عَلَى أَحَدٍ فَضْلٌ إِلَّا بِالدِّينِ أَوْ عَمِلٍ صَالِحٍ، حَسْبُ الرَّجُلِ أَنْ يَكُونَ بَذِيئًا بَخِيلًا جَبَانًا»




অনুবাদঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: তোমাদের এই (বংশীয়) শ্রেষ্ঠত্বসমূহ কারো ওপর শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যম নয়। বরং তোমরা সবাই আদম সন্তান, এক ‘সা’ পাত্রের পরিমাণের মতো, যা তোমরা পূর্ণ করোনি। দ্বীন অথবা নেক আমল ব্যতীত একজনের ওপর অন্য কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই। কোনো ব্যক্তির মন্দ হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে, সে হবে অশ্লীলভাষী, কৃপণ এবং ভীরু।