مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী
مسند الروياني (209)
209 - نا ابْنُ إِسْحَاقَ، نا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، حَدَّثَنِي مُوسَى بْنُ عُلَي بْنِ رَبَاحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَعَلَّمُوا كِتَابَ اللَّهِ وَتَعَاهَدُوهُ وَاقْتَنُوهُ وَتَغَنَّوْا بِهِ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَهُوَ أَشَدُّ تَفَلُّتًا مِنَ الْإِبِلِ فِي الْعَقْلِ»
অনুবাদঃ উকবাহ ইবনে আমির (রাঃ) থেকে বর্ণিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা আল্লাহর কিতাব শিক্ষা করো, তা বারবার পুনরাবৃত্তি করো (পুনর্পাঠ করো), এটিকে দৃঢ়ভাবে ধারণ করো এবং সুর করে তেলাওয়াত করো। যাঁর হাতে আমার জীবন, তাঁর কসম! বাঁধনযুক্ত উট যেমন দ্রুত পালিয়ে যায় (বাঁধন থেকে খুলে গেলে), কুরআন (স্মৃতি থেকে) ভুলে যাওয়া তার চেয়েও বেশি কঠিন।”