الحديث


مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী





مسند الروياني (155)


155 - نا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، نا مُحَمَّدُ بْنُ الْحَجَّاجِ، نا أَبَانُ بْنُ يَزِيدَ الْعَطَّارُ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ عُقْبَةَ قَالَ: قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَهَادَوْا، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَئِنْ أَسْلَمْتُمْ لتَهَادَوْنَ مِنْ غَيْرِ جُوعٍ»




অনুবাদঃ উক্ববাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা একে অপরের কাছে উপহার পাঠাও (উপহার আদান-প্রদান করো)। যাঁর হাতে আমার প্রাণ, তাঁর কসম! যদি তোমরা ইসলাম গ্রহণ করো, তবে তোমরা ক্ষুধার্ত না হয়েও (অভাবমুক্ত অবস্থায়) একে অপরের সাথে উপহারের আদান-প্রদান করবে।”