الحديث


مسند الشافعي
Musnad Ash-Shafiyi
মুসনাদ আশ-শাফিঈ





مسند الشافعي (1642)


1642 - أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ ، عَنْ عَبْدِ خَيْرٍ ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ ` فِي الرَّجُلِ يَتَزَوَّجُ الْمَرْأَةَ ثُمَّ يَمُوتُ وَلَمْ يَدْخُلْ بِهَا وَلَمْ يَفْرِضْ لَهَا صَدَاقًا : أَنَّ لَهَا الْمِيرَاثَ وَعَلَيْهَا الْعِدَّةَ وَلا صَدَاقَ لَهَا ` *




অনুবাদঃ আলী (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। যে ব্যক্তি কোনো নারীকে বিবাহ করার পর সহবাস করার পূর্বেই মারা গেল এবং তার জন্য কোনো মোহরও নির্ধারণ করা হয়নি, সে ক্ষেত্রে তিনি (আলী রা.) বলেছেন: তার (ঐ নারীর) জন্য উত্তরাধিকার (মীরাস) রয়েছে, তাকে ইদ্দত পালন করতে হবে, কিন্তু তার জন্য কোনো মোহর নেই।