الحديث


مسند الشافعي
Musnad Ash-Shafiyi
মুসনাদ আশ-শাফিঈ





مسند الشافعي (1630)


1630 - أَخْبَرَنَا سُفْيَانُ ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ ، أَنَّهُ سَمِعَ بَجَالَةَ ، يَقُولُ : كَتَبَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ : ` أَنِ اقْتُلُوا كُلَّ سَاحِرٍ وَسَاحِرَةٍ . قَالَ : فَقَتَلْنَا ثَلاثَ سَوَاحِرَ . قَالَ : وَأُخْبِرْنَا أَنَّ حَفْصَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتَلَتْ جَارِيَةً لَهَا سَحَرَتْهَا *




অনুবাদঃ বাজালা হতে বর্ণিত: উমার (রাঃ) লিখেছিলেন যে, ‘তোমরা প্রত্যেক পুরুষ ও নারী জাদুকরকে হত্যা করো।’ বাজালা বলেন, ‘অতঃপর আমরা তিনজন নারী জাদুকরকে হত্যা করলাম।’ তিনি (আমর ইবনু দীনার) বলেন, ‘এবং আমাদের অবহিত করা হয়েছে যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা (রাঃ) তাঁর এক দাসীকে হত্যা করেছিলেন, যে তাঁকে যাদু করেছিল।’