الحديث


مسند الشافعي
Musnad Ash-Shafiyi
মুসনাদ আশ-শাফিঈ





مسند الشافعي (1629)


1629 - أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : ` يَا عَائِشَةَ، أَمَا عَلِمْتِ أَنَّ اللَّهَ أَفْتَانِي فِي أَمْرٍ اسْتَفْتَيْتُهُ فِيهِ ` وَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَثَ كَذَا وَكَذَا يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَأْتِي النِّسَاءَ وَلا يَأْتِيهِنَّ . ` أَتَانِي رَجُلانِ فَجَلَسَ أَحَدُهُمَا عِنْدَ رِجْلَيَّ وَالآخَرُ عِنْدَ رَأْسِي، فَقَالَ الَّذِي عِنْدَ رِجْلَيَّ لِلَّذِي عِنْدَ رَأْسِي : مَا بَالُ الرَّجُلِ ؟ قَالَ : مَطْبُوبٌ، قَالَ : وَمَنْ طَبَّهُ ؟ قَالَ : لَبِيدُ بْنُ أَعْصَمَ، قَالَ : وَفِيمَ ؟ قَالَ : فِي جُفِّ طَلْعَةٍ ذَكَرٍ، فِي مُشْطٍ وَمُشَاقَةٍ تَحْتَ رَاعُوفَةٍ أَوْ رَاعُوثَةٍ `، شَكَّ الرَّبِيعُ، فِي بِئْرِ ذَرْوَانَ . قَالَ : فَجَاءَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : ` هَذِهِ الَّذِي أُرِيتُهَا كَأَنَّ رُءُوسَ نَخْلِهَا رُءُوسُ الشَّيَاطِينِ، وَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ `، فَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُخْرِجَ، قَالَتْ عَائِشَةُ : فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ، فَهَلا، قَالَ سُفْيَانُ : تَعْنِي تَنَشَّرْتَ، قَالَتْ عَائِشَةُ : فَقَالَ : ` أَمَّا اللَّهُ فَقَدْ شَفَانِي، وَأَكْرَهُ أَنْ أُثِيرَ عَلَى النَّاسِ مِنْهُ شَرًّا `، قَالَتْ : وَلَبِيدُ بْنُ أَعْصَمَ رَجُلٌ مِنْ بَنِي زُرَيْقٍ حَلِيفٌ لِيَهُودَ *




অনুবাদঃ আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "হে আয়েশা! তুমি কি জানো না যে আল্লাহ আমাকে সেই বিষয়ে ফায়সালা জানিয়েছেন, যে বিষয়ে আমি তাঁর কাছে জানতে চেয়েছিলাম?"

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুকাল এমন অবস্থায় ছিলেন যে, তার মনে হতো তিনি স্ত্রীদের কাছে আসছেন, কিন্তু বাস্তবে তিনি আসতেন না। তিনি বললেন: "আমার কাছে দুজন লোক এলেন। তাদের একজন আমার পায়ের কাছে এবং অপরজন আমার মাথার কাছে বসলেন। তখন আমার পায়ের কাছের লোকটি মাথার কাছের লোকটিকে বলল: এই লোকটির কী হয়েছে? সে বলল: তাকে যাদু করা হয়েছে। সে বলল: কে তাকে যাদু করেছে? সে বলল: লাবীদ ইবনু আ'সাম। সে বলল: কীসের মধ্যে? সে বলল: পুরুষ খেজুর গাছের পরাগরেণুর খোসার মধ্যে, একটি চিরুনি ও চিরুনির সাথে লেগে থাকা উচ্ছিষ্ট (চুল ইত্যাদি) সহ, যা যারওয়ান কূপের মধ্যে একটি পাথরের নিচে (রা'উফা বা রা'উছা) ছিল।" (রাবী আর-রাবী এখানে সন্দেহ করেছেন)।

বর্ণনাকারী বলেন: তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের কাছে গেলেন এবং বললেন: "এটিই সেই কূপ যা আমাকে দেখানো হয়েছিল। এর খেজুর গাছের মাথাগুলো যেন শয়তানের মাথা এবং এর পানি যেন মেহেদির ভেজা নির্যাসের মতো।"

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে (যাদুর উপকরণ) বের করে আনার নির্দেশ দিলেন, অতঃপর তা বের করা হলো।

আয়েশা (রাঃ) বলেন: তখন আমি বললাম, "ইয়া রাসূলাল্লাহ! আপনি কি (সেটা জনসমক্ষে প্রকাশ করে দেবেন)?" সুফিয়ান বলেন: আয়েশা (রাঃ) বলতে চেয়েছিলেন— আপনি কি সেটিকে প্রকাশ করবেন?

আয়েশা (রাঃ) বলেন: তখন তিনি বললেন, "আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন। আমি মানুষের মাঝে এর কারণে কোনো খারাপ কিছু (বিশৃঙ্খলা) ছড়িয়ে দিতে অপছন্দ করি।"

আয়েশা (রাঃ) আরো বলেন: আর লাবীদ ইবনু আ'সাম ছিল বানূ যুরায়ক গোত্রের একজন লোক, যারা ছিল ইয়াহূদীদের মিত্র।