مسند الشافعي
Musnad Ash-Shafiyi
মুসনাদ আশ-শাফিঈ
1628 - أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَسَنِ بْنِ الْقَاسِمِ الأَزْرَقِيُّ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَلْقَمَةَ بْنِ نَضْلَةَ ، أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ قَامَ بِفِنَاءِ دَارِهِ فَضَرَبَ بِرِجْلِهِ، وَقَالَ : سَنَامُ الأَرْضِ، إِنَّ لَهَا أَسْنَامًا، زَعَمَ ابْنُ فَرْقَدٍ الأَسْلَمِيُّ إِنِّي لا أَعْرِفُ حَقِّي مِنْ حَقِّهِ، لِي وَلَهُ سَوَادُهَا، وَلِي مَا بَيْنَ كَذَا إِلَى كَذَا، فَبَلَغَ ذَلِكَ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ : بَيَاضُ الْمَرْوَةِ ` لَيْسَ لأَحَدٍ إِلا مَا أَحَاطَتْ عَلَيْهِ جُدْرَانُهُ، إِنَّ إِحْيَاءَ الْمَوَاتِ مَا يَكُونُ زَرْعًا أَوْ حَفْرًا أَوْ يُحَاطُ بِالْجُدْرَانِ ` ، وَهُوَ مِثْلُ إِبْطَالِهِ التَّحْجِيرَ، يَعْنِي مَا يُعَمِّرُ بِهِ مِثْلُ مَا يُحَجِّرُ *
অনুবাদঃ আলক্বামাহ ইবনে নাদলাহ থেকে বর্ণিত যে, আবু সুফিয়ান ইবনে হারব তাঁর ঘরের আঙিনায় দাঁড়িয়ে পা দিয়ে আঘাত করে বললেন: ভূমির কুঁজ (শ্রেষ্ঠ অংশ)। নিশ্চয়ই এর অনেকগুলো কুঁজ আছে। ইবনে ফারকাদ আল-আসলামী মনে করে যে, আমি তার প্রাপ্য থেকে আমার প্রাপ্য চিনি না। এর কালো অংশ (কৃষিভূমি) আমার এবং তার। আর এত থেকে এতের মধ্যবর্তী অংশ আমার।
এই খবর উমার ইবনুল খাত্তাব (রাঃ)-এর কাছে পৌঁছালে তিনি বললেন: মারওয়ার সাদা ভূমি। কারও জন্য কিছুই নেই, কেবল ততটুকুই আছে, যা তার দেয়াল দ্বারা ঘেরা। নিশ্চয়ই অনাবাদী ভূমিকে আবাদ (পুনরুজ্জীবিত) করা হলো— যখন তা চাষ করা হয়, বা খনন করা হয়, অথবা দেয়াল দ্বারা ঘিরে রাখা হয়।
তাঁর (উমারের) এই বক্তব্য 'তাহজীর' (কোনো কিছু কেবল ঘিরে রেখে মালিকানা দাবি করা)-কে বাতিল করার মতোই। অর্থাৎ, যা দ্বারা আবাদ করা হয় (তাকেই মালিকানা বলে), যা কেবল ঘিরে রাখা হয় (তা নয়)।