المدخل إلى السنن الكبرى للبيهقي
Al-Madkhal ilas-Sunan Al-Kubra Lil-Bayhaqi
আল-মাদখাল ইলাস-সুনান আল-কুবরা লিল-বায়হাক্বী
17 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ قَالَ: سَمِعْتُ أَبَا الْحُسَيْنِ بْنَ يَعْقُوبَ الْحَافِظَ يَقُولُ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْحَاقَ بْنَ إِبْرَاهِيمَ يَقُولُ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَبْدِ الْعَزِيزِ بْنَ أَبِي رِزْمَةَ يَقُولُ: سَمِعْتُ وَكِيعًا يَقُولُ: رَوَى شُعْبَةُ يوْمًا حَدِيثًا فَقُلْتُ لَهُ: تَخَالَفَ فِي هَذَا الْحَدِيثِ؟ فَقَالَ: مَنْ؟ قِيلَ: سُفْيَانُ , قَالَ: دَعُوهُ سُفْيَانُ أَحْفَظُ مِنِّي
অনুবাদঃ আবূ আব্দুল্লাহ আল-হাফিজ আমাদের কাছে সংবাদ দিয়েছেন, তিনি বলেন: আমি আবুল হুসাইন ইবনে ইয়াকুব আল-হাফিজকে বলতে শুনেছি, তিনি বলেন: আমি মুহাম্মাদ ইবনে ইসহাক ইবনে ইবরাহীমকে বলতে শুনেছি, তিনি বলেন: আমি মুহাম্মাদ ইবনে আব্দুল আযীয ইবনে আবী রিযমাকে বলতে শুনেছি, তিনি বলেন: আমি ওয়াকী’কে বলতে শুনেছি যে, শু‘বা একদিন একটি হাদীস বর্ণনা করলেন। আমি তাঁকে বললাম: এই হাদীসটির ব্যাপারে কি ভিন্নমত রয়েছে? তিনি বললেন: কে (ভিন্নমত পোষণ করেছে)? বলা হলো: সুফিয়ান। তিনি বললেন: এটা ছেড়ে দাও। সুফিয়ান আমার চেয়েও অধিক স্মরণশক্তিসম্পন্ন (আহফায)।