المدخل إلى السنن الكبرى للبيهقي
Al-Madkhal ilas-Sunan Al-Kubra Lil-Bayhaqi
আল-মাদখাল ইলাস-সুনান আল-কুবরা লিল-বায়হাক্বী
16 - أَخْبَرَنَا أَبُو عَبْدُ اللَّهِ الْحَافِظُ، أبنا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَفِيدُ , ثنا هَارُونُ بْنُ عَبْدِ الصَّمَدِ الرَّخَى، ثنا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ هُوَ ابْنُ الْقَطَّانِ , يَقُولُ: لَيْسَ أَحَدٌ أَحَبُّ إِلَيَّ مِنْ شُعْبَةَ وَلَا يعْدِلُهُ أَحَدٌ عِنْدِي , وَإِذَا خَالَفَهُ سُفْيَانُ أَخَذْتُ بِقَوْلِ سُفْيَانَ
অনুবাদঃ ১৬ – আমাদেরকে অবহিত করেছেন আবূ আব্দুল্লাহ আল-হাফিয, আমাদেরকে জানিয়েছেন আবূ বকর মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ আল-হাফীদ, আমাদেরকে হাদীস শুনিয়েছেন হারূন ইবনু আব্দুস সামাদ আর-রাখী, আমাদেরকে হাদীস শুনিয়েছেন আলী ইবনুল মাদীনী। তিনি বলেন: আমি ইয়াহইয়া ইবনু সাঈদ আল-কাত্তানকে বলতে শুনেছি: শু’বাহের চেয়ে প্রিয় আমার কাছে আর কেউ নেই এবং আমার কাছে কেউই তাঁর সমতুল্য নয়। কিন্তু যখন সুফিয়ান তাঁর (শু’বাহের) বিরোধিতা করেন, তখন আমি সুফিয়ানের বক্তব্য গ্রহণ করি।