الحديث


كتاب القراءة خلف الإمام للبيهقي
Kitabul Qiraat Khalfal Imaam lil Bayhaqi
কিতাবুল কিরাআত খালফাল ইমাম লিল বায়হাক্বী





كتاب القراءة خلف الإمام للبيهقي (447)


447 - وَقَرَأْتُ فِي كِتَابِ الْبُخَارِيِّ رحمه الله فِي الْقِرَاءَةِ خَلْفَ الْإِمَامِ قَالَ لَنَا أَبُو نُعَيْمٍ: ثنا الْحَسَنُ بْنُ أَبِي الْحسْنَاءِ ثنا أَبُو الْعَالِيَةِ قَالَ: سَأَلْتُ ابْنَ عُمَرَ بِمَكَّةَ: اقْرَأُ فِي الصَّلَاةِ؟ قَالَ: «إِنِّي لَأَسْتَحْيِي مِنْ رَبِّ هَذَا الْبَيْتِ أَنْ أُصَلِّيَ صَلَاةً لَا أَقْرَأُ فِيهَا وَلَوْ بِأُمِّ الْكِتَابِ»
قَالَ: وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ الرَّازِيَّ: أَنْبَأَ أَبُو جَعْفَرٍ عَنْ يَحْيَى الْبَكَّاءِ: سُئِلَ ابْنُ عُمَرَ عَنِ الْقِرَاءَةِ خَلْفَ الْإِمَامِ فَقَالَ: «مَا كَانُوا يَرَوْنَ بَأْسًا أَنْ يَقْرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ فِي نَفْسِهِ» قَالَ: وَقَالَ الزُّهْرِيُّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ ابْنِ عُمَرَ: يُنْصِتُ لِلْإِمَامِ فِيمَا جَهَرَ
قَالَ: وَقَالَ لَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ: ثنا سُفْيَانُ عَنْ سُلَيْمَانَ الشَّيْبَانِيِّ عَنْ جَوَّابٍ التَّيْمِيِّ عَنْ يَزِيدَ بْنِ شَرِيكٍ قَالَ: سَأَلْتُ عُمَرَ رضي الله عنه: أَقْرَأُ خَلْفَ الْإِمَامِ؟ قَالَ: «نَعَمْ» قُلْتُ: وَإِنْ قَرَأْتَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ قَالَ: «وَإِنْ قَرَأْتُ»




অনুবাদঃ ৪৪৭ - আমি ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ)-এর কিতাবের ‘ইমামের পিছনে কিরাআত’ অধ্যায়ে পড়েছি। তিনি বলেছেন, আমাদেরকে আবু নুআইম বর্ণনা করেছেন: আমাদের কাছে হাসান ইবনু আবিল হাসনা বর্ণনা করেছেন, আমাদের কাছে আবুল আলিয়াহ বর্ণনা করেছেন, তিনি বলেন: আমি মক্কায় ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে জিজ্ঞেস করলাম: আমি কি সালাতে কিরাআত পড়ব? তিনি বললেন: ‘নিশ্চয়ই আমি এই ঘরের প্রতিপালকের নিকট লজ্জাবোধ করি যে, আমি এমন সালাত আদায় করব, যাতে আমি উম্মুল কিতাব (সূরা ফাতিহা) দিয়ে হলেও কিরাআত পড়ব না।’

(বর্ণনাকারী) বলেন: আর আব্দুর রহমান ইবনু আব্দুল্লাহ ইবনু সা’দ আর-রাযী বলেছেন: আবু জা’ফর আমাদেরকে খবর দিয়েছেন, তিনি ইয়াহইয়া আল-বাক্কা থেকে বর্ণনা করেন, ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে ইমামের পিছনে কিরাআত পড়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বললেন: ‘তারা (সাহাবাগণ) মনে করতেন না যে, মনে মনে উম্মুল কিতাব (সূরা ফাতিহা) পাঠ করাতে কোনো অসুবিধা আছে।’

(বর্ণনাকারী) বলেন: আর যুহরি সালিম ইবনু আব্দুল্লাহ থেকে, তিনি ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণনা করেন যে, তিনি (মুক্তাদি) ইমাম যখন সশব্দে পড়েন, তখন নীরব থাকবে।

(বর্ণনাকারী) বলেন: আর আমাদেরকে মুহাম্মাদ ইবনু ইউসুফ বলেছেন: আমাদের কাছে সুফইয়ান বর্ণনা করেছেন, তিনি সুলাইমান আশ-শাইবানী থেকে, তিনি জাওয়াব আত-তাইমী থেকে, তিনি ইয়াযীদ ইবনু শারীক থেকে বর্ণনা করেন, ইয়াযীদ বলেন: আমি উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে জিজ্ঞেস করলাম: আমি কি ইমামের পিছনে কিরাআত পড়ব? তিনি বললেন: ‘হ্যাঁ।’ আমি বললাম: হে আমীরুল মু'মিনীন, যদিও আপনি কিরাআত পড়েন (তবুও কি)? তিনি বললেন: ‘যদিও আমি কিরাআত পড়ি (তবুও পড়বে)।’

[নোটঃ AI দ্বারা অনূদিত]