الحديث


كتاب القراءة خلف الإمام للبيهقي
Kitabul Qiraat Khalfal Imaam lil Bayhaqi
কিতাবুল কিরাআত খালফাল ইমাম লিল বায়হাক্বী





كتاب القراءة خلف الإمام للبيهقي (446)


446 - أَخْبَرَنَا أَبُو يَحْيَى بْنُ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ يَحْيَى الْمُزَكِيُّ ، أَنْبَأَ أَبُو ⦗ص: 210⦘ عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ ، أَنْبَأَ جَعْفَرُ بْنُ عَوْنٍ ، أَنْبَأَ أُسَامَةُ بْنُ زَيْدٍ ، قَالَ: سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنِ الْقِرَاءَةِ خَلْفَ الْإِمَامِ قَالَ: إِنْ قَرَأْتَ فَقَدْ قَرَأَ قَوْمٌ كَانَ فِيهِمْ أُسْوَةٌ وَالْأَخْذُ بِأَمْرِهِمْ ، وَإِنْ تَرَكْتَ فَقَدْ تَرَكَ قَوْمٌ كَانَ فِيهِمْ أُسْوَةٌ ، قَالَ: «وَكَانَ ابْنُ عُمَرَ لَا يَقْرَأُ» قَاَلَ الْإِمَامُ أَحْمَدُ رحمه الله: وَكَانَ مَالِكُ بْنُ أَنَسٍ رحمه الله يَذْهَبُ إِلَى أَنَّ ابْنَ عُمَرَ إِنَّمَا كَانَ لَا يَقْرَأُ فِي صَلَاةٍ يَجْهَرُ الْإِمَامُ فِيهَا بِالْقِرَاءَةِ ، وَقَدْ رَوَيْنَا عَنِ ابْنِ عُمَرَ فِي الْقِرَاءَةِ خَلْفَ الْإِمَامِ




অনুবাদঃ উসামা ইবনে যায়দ (রহ.) থেকে বর্ণিত, তিনি বললেন: আমি কাসিম ইবনে মুহাম্মাদকে ইমামের পেছনে কিরাআত (তিলাওয়াত) করা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন: যদি তুমি কিরাআত করো, তাহলে এমন এক সম্প্রদায় কিরাআত করেছে যাদের মধ্যে অনুসরণযোগ্য আদর্শ (উসওয়াহ) ছিল এবং তাদের আদেশ গ্রহণ করা হতো; আর যদি তুমি তা (কিরাআত করা) ছেড়ে দাও, তাহলে এমন এক সম্প্রদায় তা ছেড়ে দিয়েছে যাদের মধ্যে অনুসরণযোগ্য আদর্শ (উসওয়াহ) ছিল। তিনি (কাসিম) বললেন: “আর ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কিরাআত করতেন না।” ইমাম আহমাদ (রাহিমাহুল্লাহ) বলেছেন: আর মালিক ইবনু আনাস (রাহিমাহুল্লাহ)-এর অভিমত ছিল যে, ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সেই সালাতে কিরাআত করতেন না যেখানে ইমাম উচ্চস্বরে কিরাআত করেন। আর আমরা ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে ইমামের পেছনে কিরাআত করা সম্পর্কে বর্ণনা করেছি।

[নোটঃ AI দ্বারা অনূদিত]