صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন
32 - عن زِر بن حُبيش، قال : أتيتُ حذيفة فقال: من أنتَ يا أصلع؟! قلت: أنا زر بن حبيش، حَدِّثني بصلاة رسول اللهِ صلى الله عليه وسلم في بيت المقدس حين أُسري به، قال: من أخبركَ يا أصلع؟! قلت: القرآن، قال: القرآن؟ فقرأت: {سبحان الذي أسرى بعبده} من الليل، وهكذا هي قراءة عبد الله إلى قولِه: {إنّه هو السميعُ البصير}، فقال: فهل تراه صلّى فيه؟ قلت: لا، قال : إنّه أتِيَ بدابة - قال حماد وصفها عاصم، لا أحفظُ صفتها - قالَ: فحمله عليها جبريل، أحدهما رديف صاحبِه، فانطلق معه [من] ليلته، حتى أتى بيتَ المقدس، فأري ما في السماواتِ وما في الأرض، ثمَّ رجعا عودهما على بدئهما، فلم يصلّ فيه، ولو صلّى فيه لكانت سنة.
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - `الصحيحة` (874)، لكن قوله: `فلم يصل … ` إلخ خطأ .
অনুবাদঃ যির ইবনু হুবাইশ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি হুযাইফা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট আসলাম। তিনি জিজ্ঞেস করলেন: হে অসলআ! তুমি কে?
আমি বললাম: আমি যির ইবনু হুবাইশ। আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মিরাজের রাতে বায়তুল মাকদিসে সালাত আদায় করা সম্পর্কে বলুন।
তিনি (হুযাইফা) বললেন: হে অসলআ! তোমাকে কে এই খবর দিয়েছে? আমি বললাম: কুরআন। তিনি বললেন: কুরআন? এরপর আমি তিলাওয়াত করলাম: **"পবিত্র ও মহিমাময় সেই সত্তা, যিনি তাঁর বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন..."** (ইবনু মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর ক্বিরাআতে [‘মিনাল লাইলি’ সহকারে] তিলাওয়াত করা হয়) তাঁর বাণী: **"...নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।"** পর্যন্ত।
তখন তিনি (হুযাইফা) বললেন: তুমি কি মনে করো তিনি সেখানে সালাত আদায় করেছিলেন? আমি বললাম: না।
তিনি বললেন: তাঁর জন্য একটি বাহন আনা হয়েছিল – (বর্ণনাকারী হাম্মাদ বলেন, আসিম সেটির বর্ণনা দিয়েছিলেন, তবে আমার সেটি মুখস্থ নেই) – তিনি বললেন: এরপর জিবরীল (আঃ) তাঁকে সেটির উপর আরোহণ করালেন। তাদের একজন অন্যজনের পিছনে আরোহী ছিলেন। এরপর তিনি (নবী) সেই রাতেই তাঁর সঙ্গে যাত্রা শুরু করলেন এবং বায়তুল মাকদিসে পৌঁছলেন। অতঃপর তাঁকে আসমান ও যমীনে যা কিছু আছে তার কিছু অংশ দেখানো হলো। এরপর তারা তাদের শুরুর স্থানে ফিরে আসলেন। সুতরাং তিনি সেখানে সালাত আদায় করেননি। যদি তিনি সেখানে সালাত আদায় করতেন, তবে সেটি সুন্নাত হয়ে যেতো।