صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন
31 - عن عبد الله [هو ابن مسعود]، قال: قال رسول اللهِ صلى الله عليه وسلم: `إنَّ اللهَ إذا تكلَّمَ بالوحي؛ سمع أهلُ السماء لِلسماء صلصلةً كجرِّ السلسة على الصفا، فيصْعَقُونَ، فلا يزالونَ كذلكَ حتى يأتيَهم جبريل، فإذا جاءهم فُزَّعَ عن قلوبِهم فيقولونَ: يا جبريل! ماذا قال ربّك؟ فيقول: الحقَّ، فينادون: الحقَّ الحقَّ`.
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - `الصحيحة` (1293): خ موقوفًا، ومرفوعًا عن أبي هريرة.
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"নিশ্চয় আল্লাহ যখন ওহীর মাধ্যমে কথা বলেন, তখন আসমানের অধিবাসীরা (ফেরেশতারা) আসমানের জন্য এমন একটি শব্দ শোনেন, যা কঠিন মসৃণ পাথরের উপর শিকল টেনে নেওয়ার শব্দের মতো। ফলে তাঁরা (ভয়ে) মূর্ছিত হয়ে যান। তাঁরা এভাবেই থাকেন, যতক্ষণ না তাঁদের কাছে জিবরীল (আঃ) আসেন। যখন তিনি তাঁদের কাছে আসেন, তখন তাঁদের অন্তর থেকে ভয় দূর করা হয়। তখন তাঁরা বলেন: ’হে জিবরীল! আপনার রব কী বলেছেন?’ তিনি বলেন: ’হক্ব’ (সত্য)। তখন তাঁরা উচ্চস্বরে ঘোষণা করেন: ’হক্ব’, ’হক্ব’।"