الحديث


سلسلة الأحاديث الضعيفة والموضوعة
Silsilatul Ahadisid Daifah Wal Mawduah
সিলসিলাতুল আহাদীসিদ দ্বাঈফাহ ওয়াল মাওদ্বুআহ





سلسلة الأحاديث الضعيفة والموضوعة (7123)


(إِنَّ مِنْ أُمَّتِي مَنْ يَأْتِي السُّوقَ، فَيَبْتَاعُ الْقَمِيصَ بنصْفِ دِينَارٍ أَوْ ثُلُثِ دِينَارٍ، فَيَحْمَدُ اللَّهَ إِذَا لَبِسَهُ، فَلا يَبْلُغُ رُكْبَتَيْهِ حَتَّى يُغْفَرَ لَهُ) .
موضوع.

أخرجه الطبراني في ` المعجم الكبير ` (8/ 294/ 7965) من طريق جعفر بن الزبير عن القاسم عن أبي أمامة عن النبي صلى الله عليه وآله وسلم قال: … فذكره.
قلت: وهذا إسناد موضوع، المتهم به جعفر بن الزبير وهو كذاب، وقال الهيثمي (5/ 119) :
` رواه الطبراني، وفيه جعفر بن الزبير وهو متروك `. ويقول فيه أحياناً:
`وهو كذاب`.




অনুবাদঃ (নিশ্চয় আমার উম্মতের মধ্যে এমন লোক আছে যে বাজারে আসে, অতঃপর সে অর্ধ দীনার বা এক-তৃতীয়াংশ দীনার দিয়ে একটি জামা ক্রয় করে। যখন সে তা পরিধান করে, তখন আল্লাহর প্রশংসা করে। তার হাঁটু পর্যন্ত পৌঁছানোর আগেই তাকে ক্ষমা করে দেওয়া হয়।)

মাওদ্বূ (Mawdu/জাল)।

এটি ত্বাবারানী তাঁর ‘আল-মু'জামুল কাবীর’ (৮/২৯৪/৭৯৬৫) গ্রন্থে জা'ফার ইবনুয যুবাইর হতে, তিনি কাসিম হতে, তিনি আবূ উমামাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। ... অতঃপর তিনি তা উল্লেখ করেছেন।

আমি (আল-আলবানী) বলি: এই সনদটি মাওদ্বূ (জাল)। এর অভিযুক্ত বর্ণনাকারী হলো জা'ফার ইবনুয যুবাইর, আর সে হলো কাযযাব (মহা মিথ্যাবাদী)। হাইসামী (রাহিমাহুল্লাহ) বলেন (৫/১১৯):
‘এটি ত্বাবারানী বর্ণনা করেছেন, আর এতে জা'ফার ইবনুয যুবাইর রয়েছে, আর সে হলো মাতরূক (পরিত্যক্ত)।’
আর তিনি (আল-আলবানী) কখনো কখনো তার সম্পর্কে বলেন:
‘আর সে হলো কাযযাব (মহা মিথ্যাবাদী)।’