سلسلة الأحاديث الضعيفة والموضوعة
Silsilatul Ahadisid Daifah Wal Mawduah
সিলসিলাতুল আহাদীসিদ দ্বাঈফাহ ওয়াল মাওদ্বুআহ
(إِنَّ ذِكْرَ اللَّهِ شِفَاءٌ، وَإِنَّ ذِكْرَ النَّاسِ دَاءٌ) .
منكر.
أخرجه البيهقي في ` شعب الإيمان` (1/ 459/ 717) من طريق أبي عقيل عن عبد الله بن يزيد عن مكحول قال: قال رسول الله صلى الله عليه وسلم: … فذكره. وقال:
` هذا مرسل، وروي عن عمر بن الخطاب رضي الله عنه من قوله `.
قلت: وهو مع إرساله ضعيف؛ لأن عبد الله بن يزيد - وهو: الدمشقي - : قال بعض الحفاظ:
` له مناكير`. ولذلك قال الحافظ:
`ضعيف`.
অনুবাদঃ (নিশ্চয় আল্লাহর স্মরণ হলো আরোগ্য, আর নিশ্চয় মানুষের আলোচনা হলো ব্যাধি।)
মুনকার।
এটি বাইহাকী তাঁর ‘শুআবুল ঈমান’ গ্রন্থে (১/৪৫৯/৭১৭) আবূ আকীল হতে, তিনি আব্দুল্লাহ ইবনু ইয়াযীদ হতে, তিনি মাকহূল হতে বর্ণনা করেছেন। মাকহূল বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ... অতঃপর তিনি তা উল্লেখ করেছেন। আর তিনি (বাইহাকী) বলেছেন:
‘এটি মুরসাল (বিচ্ছিন্ন সনদ), এবং এটি উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিজস্ব উক্তি হিসেবেও বর্ণিত হয়েছে।’
আমি বলি: এটি মুরসাল হওয়া সত্ত্বেও যঈফ (দুর্বল); কারণ আব্দুল্লাহ ইবনু ইয়াযীদ – আর তিনি হলেন দামেশকী – তার সম্পর্কে কিছু হাফিয (হাদীস বিশেষজ্ঞ) বলেছেন: ‘তার মুনকার (অস্বীকৃত) বর্ণনা রয়েছে।’ আর একারণেই হাফিয (ইবনু হাজার) বলেছেন: ‘যঈফ (দুর্বল)।’