الحديث


سلسلة الأحاديث الضعيفة والموضوعة
Silsilatul Ahadisid Daifah Wal Mawduah
সিলসিলাতুল আহাদীসিদ দ্বাঈফাহ ওয়াল মাওদ্বুআহ





سلسلة الأحاديث الضعيفة والموضوعة (7112)


(إنَّ شهابَ اسمُ شَيطانِ) .
منكر.

أخرجه البيهقي في ` الشعب ` (4/ 313/ 5227) من طريق محمد بن حيان التمار: ثنا عمرو بن مرزوق: أنا عمران عن قتادة عن زرارة عن سعد بن هشام عن عائشة قالت: سمع النبي صلى الله عليه وسلم رجلاً يقال له: شهاب قال: ` بل أنت هشام … ` فذكره.
قلت: منكر رجاله ثقات، غير محمد بن حيان التمار، فلم يوثقه غير ابن حبان - وهو: محمد بن محمد بن حيان التمار البصري - ومع ذلك فقد قال ابن حبان:
`ربما أخطأ `.
وقد أخطأ هنا، فقد خالفه جماعة؛ فرووا الحديث كما رواه هو دون حديث الترجمة، منهم جبل الحفظ الإمام البخاري، فقد قال في ` الأدب المفرد `:
حدثنا عمرو بن مرزوق به؛ دون حديث الترجمة.
وكذلك رواه ابن حبان من طريق أخرى عن عمران القطان دون الزيادة؛ ولذلك خرجته في ` الصحيحة ` (215) دونها.
وأستدرك عليه هنا أن له شاهداً بدون الزيادة من رواية علي بن زيد عن الحسن عن هشام بن عامر قال: أتيت النبي صلى الله عليه وسلم فقال لي: ` ما اسمك؟ ` قلت: شهاب، قال: … فذكره.

أخرجه ابن سعد في ` الطبقات` (7/ 26) ، والحاكم (4/ 273) .
‌‌




অনুবাদঃ (নিশ্চয় ‘শিহাব’ একটি শয়তানের নাম)।
মুনকার (Munkar)।

এটি বাইহাকী তাঁর ‘আশ-শুআব’ গ্রন্থে (৪/৩১৩/৫২২৭) মুহাম্মাদ ইবনু হাইয়ান আত-তাম্মার-এর সূত্রে বর্ণনা করেছেন: তিনি বলেন, আমাদের নিকট বর্ণনা করেছেন আমর ইবনু মারযূক: তিনি বলেন, আমাদের নিকট বর্ণনা করেছেন ইমরান, তিনি কাতাদাহ থেকে, তিনি যুরারাহ থেকে, তিনি সা‘দ ইবনু হিশাম থেকে, তিনি আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে। তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে শুনলেন, যাকে ‘শিহাব’ বলা হতো। তিনি বললেন: ‘বরং তুমি হিশাম...’ অতঃপর তিনি তা উল্লেখ করলেন।

আমি (আলবানী) বলি: এটি মুনকার। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য, তবে মুহাম্মাদ ইবনু হাইয়ান আত-তাম্মার ব্যতীত। ইবনু হিব্বান ছাড়া আর কেউ তাকে নির্ভরযোগ্য বলেননি – আর তিনি হলেন: মুহাম্মাদ ইবনু মুহাম্মাদ ইবনু হাইয়ান আত-তাম্মার আল-বাসরী। এতদসত্ত্বেও ইবনু হিব্বান বলেছেন: ‘সে মাঝে মাঝে ভুল করত।’

আর সে এখানে ভুল করেছে। কেননা একদল বর্ণনাকারী তার বিরোধিতা করেছেন; তারা হাদীসটি বর্ণনা করেছেন যেমনটি সে বর্ণনা করেছে, তবে অনুচ্ছেদের হাদীসটি (অর্থাৎ অতিরিক্ত অংশটুকু) ছাড়া। তাদের মধ্যে রয়েছেন হাফিযদের পাহাড় ইমাম বুখারী। তিনি ‘আল-আদাবুল মুফরাদ’-এ বলেছেন: আমাদের নিকট আমর ইবনু মারযূক এই সূত্রে বর্ণনা করেছেন; তবে অনুচ্ছেদের হাদীসটি (অতিরিক্ত অংশটুকু) ছাড়া।

অনুরূপভাবে ইবনু হিব্বান অন্য সূত্রে ইমরান আল-কাত্তান থেকে অতিরিক্ত অংশটুকু ছাড়া বর্ণনা করেছেন; এই কারণে আমি এটি ‘আস-সহীহাহ’ (২১৫)-তে অতিরিক্ত অংশটুকু ছাড়াই সংকলন করেছি। আমি এখানে এর উপর একটি সংযোজন করছি যে, অতিরিক্ত অংশটুকু ছাড়া এর একটি শাহিদ (সমর্থক বর্ণনা) রয়েছে, যা আলী ইবনু যায়দ, তিনি আল-হাসান থেকে, তিনি হিশাম ইবনু আমির থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন: আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসলাম। তিনি আমাকে বললেন: ‘তোমার নাম কী?’ আমি বললাম: শিহাব। তিনি বললেন: ... অতঃপর তিনি তা উল্লেখ করলেন।

এটি ইবনু সা‘দ ‘আত-তাবাকাত’ (৭/২৬)-এ এবং হাকিম (৪/২৭৩)-এ বর্ণনা করেছেন।