سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
سنن سعيد بن منصور (72)
72 - سَعِيدٌ قَالَ: نا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ اللَّهِ، فِي ابْنَةٍ وَأُخْتٍ وَجَدٍّ قَالَ: «أَعْطَى الِابْنَةَ النِّصْفَ، وَجَعَلَ مَا بَقِيَ بَيْنَ الْجَدِّ وَالْأُخْتِ، لَهُ نِصْفٌ وَلَهَا نِصْفٌ»
অনুবাদঃ আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, এক কন্যা, এক বোন ও এক দাদার মীরাস (উত্তরাধিকার) প্রসঙ্গে তিনি বলেন: তিনি কন্যাকে অর্ধেক (সম্পদ) প্রদান করলেন, আর যা অবশিষ্ট রইল তা দাদা ও বোনের মাঝে বন্টন করে দিলেন—দাদার জন্য অর্ধেক অংশ এবং বোনের জন্য অর্ধেক অংশ।