سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
سنن سعيد بن منصور (73)
73 - سَعِيدٌ قَالَ: نا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: سُئِلَ عَبْدُ اللَّهِ عَنِ ابْنَةٍ، وَأُخْتَيْنِ، وَجَدٍّ، فَقَالَ: «لِلِابْنَةِ النِّصْفُ، وَجَعَلَ مَا بَقِيَ بَيْنَ الْجَدِّ وَالْأُخْتَيْنِ، لَهُ نِصْفٌ وَلَهُمَا نِصْفٌ»
অনুবাদঃ আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাঁকে (উত্তরাধিকারের ক্ষেত্রে) একজন কন্যা, দুজন বোন এবং একজন দাদা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন:
"কন্যার জন্য রয়েছে অর্ধেক (সম্পদ), আর অবশিষ্ট যা থাকল, তা দাদা ও দুই বোনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। (অবশিষ্ট অংশের) দাদার জন্য থাকবে অর্ধেক এবং দুই বোনের জন্য থাকবে অর্ধেক।"