سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
71 - سَعِيدٌ قَالَ: نا هُشَيْمٌ، عَنْ عُبَيْدَةَ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ: أُتِيَ الْحَجَّاجُ بْنُ يُوسُفَ فِي هَذِهِ الْفَرِيضَةِ، فَأَرْسَلَ إِلَيَّ، فَقَالَ: مَا تَقُولُ فِيهَا؟ فَقُلْتُ: وَمَا هِيَ؟ قَالَ: أُمٌّ وَجَدٌّ وَأُخْتٌ. قُلْتُ: مَا قَالَ فِيهَا الْأَمِيرُ؟ فَأَخْبَرَنِي بِقَوْلِهِ، فَقُلْتُ: لَهَذَا قَضَاءُ أَبِي تُرَابٍ - يَعْنِي عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ - وَقَالَ فِيهَا سَبْعَةٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ فِيهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ، وَابْنُ مَسْعُودٍ: لِلْأُخْتِ النِّصْفُ، وَلِلْأُمِّ السُّدُسُ، وَلِلْجَدِّ الثُّلُثُ. وَقَالَ فِيهَا عَلِيٌّ: لِلْأُمِّ الثُّلُثُ، وَلِلْأُخْتِ النِّصْفُ، وَلِلْجَدِّ السُّدُسُ، وَقَالَ عُثْمَانُ بْنُ عَفَّانَ: لِلْأُمِّ الثُّلُثُ، وَلِلْأُخْتِ الثُّلُثُ، وَلِلْجَدِّ الثُّلُثُ، فَقَالَ الْحَجَّاجُ: لَيْسَ هَذَا بِشَيْءٍ، وَقَالَ فِيهَا زَيْدُ بْنُ ثَابِتٍ: هِيَ مِنْ تِسْعَةِ أَسْهُمٍ، لِلْأُمِّ ثَلَاثَةُ أَسْهُمٍ، وَلِلْجَدِّ أَرْبَعَةٌ، وَلِلْأُخْتِ سَهْمَانِ. وَقَالَ فِيهَا ابْنُ عَبَّاسٍ وَابْنُ الزُّبَيْرِ: لِلْأُمِّ الثُّلُثُ، وَلِلْجَدِّ مَا بَقِيَ، وَلَيْسَ لِلْأُخْتِ شَيْءٌ
অনুবাদঃ শা’বী (রহ.) থেকে বর্ণিত:
হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে এই বিশেষ ফারীযা (উত্তরাধিকার সমস্যা) নিয়ে আসা হয়েছিল। তখন তিনি আমার কাছে লোক পাঠালেন এবং জিজ্ঞেস করলেন, "আপনি এই বিষয়ে কী বলেন?" আমি বললাম, "সমস্যাটি কী?" তিনি বললেন, "মা, দাদা (পিতামহ) এবং বোন।"
আমি জিজ্ঞেস করলাম, "আমীর (হাজ্জাজ) এই বিষয়ে কী ফায়সালা দিয়েছেন?" তিনি আমাকে তাঁর ফায়সালা জানালেন। তখন আমি বললাম, "এটি হলো আবূ তুরাবের—অর্থাৎ আলী ইবনে আবি তালিবের (রাদ্বিয়াল্লাহু আনহুমা)—ফায়সালা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাতজন সাহাবী এই বিষয়ে ভিন্ন ভিন্ন ফায়সালা দিয়েছেন:
উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এবং ইবনে মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এই বিষয়ে বলেছেন: বোনের জন্য অর্ধেক (১/২), মায়ের জন্য এক-ষষ্ঠাংশ (১/৬), এবং দাদার জন্য এক-তৃতীয়াংশ (১/৩)।
আর আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন: মায়ের জন্য এক-তৃতীয়াংশ (১/৩), বোনের জন্য অর্ধেক (১/২), এবং দাদার জন্য এক-ষষ্ঠাংশ (১/৬)।
আর উসমান ইবনে আফফান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন: মায়ের জন্য এক-তৃতীয়াংশ (১/৩), বোনের জন্য এক-তৃতীয়াংশ (১/৩), এবং দাদার জন্য এক-তৃতীয়াংশ (১/৩)। তখন হাজ্জাজ বললেন, "এটি (গ্রহণযোগ্য) কিছুই নয়।"
আর যায়েদ ইবনে সাবিত (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এই বিষয়ে বলেছেন: এটি নয়টি অংশ থেকে বিভক্ত হবে; মায়ের জন্য তিনটি অংশ, দাদার জন্য চারটি অংশ এবং বোনের জন্য দুটি অংশ।
আর ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ও ইবনে যুবাইর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন: মায়ের জন্য এক-তৃতীয়াংশ (১/৩), আর দাদার জন্য অবশিষ্ট অংশ, এবং বোনের জন্য কিছুই নেই।