الحديث


سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর





سنن سعيد بن منصور (62)


62 - سَعِيدٌ قَالَ: نا سُفْيَانُ، عَنْ مَعْمَرٍ، عَنْ سِمَاكِ بْنِ الْفَضْلِ، عَنْ مَسْعُودِ بْنِ الْحَكَمِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، " أُتِيَ فِي فَرِيضَةٍ فَفَرَضَهَا، فَلَمَّا كَانَ فِي الْعَامِ الْقَابِلِ -[68]- شَهِدْتُهُ أُتِيَ فِي تِلْكَ الْفَرِيضَةِ فَفَرَضَهَا عَلَى غَيْرِ ذَلِكَ، فَقُلْتُ: شَهِدْتُكَ عَامَ الْأَوَّلِ فَرَضْتَهَا عَلَى غَيْرِ ذَلِكَ، فَقَالَ: تِلْكَ عَلَى مَا فَرَضْنَا، وَهَذِهِ عَلَى مَا فَرَضْنَا "




অনুবাদঃ মাসউদ ইবনুল হাকাম (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত,

উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে একবার একটি মীরাসের (উত্তরাধিকারের) মাসআলা আনা হয়েছিল এবং তিনি সেটির একটি ফায়সালা দিলেন। যখন পরবর্তী বছর এলো, আমি তাকে দেখলাম যে, ওই একই মাসআলা নিয়ে তার কাছে আবার আসা হয়েছে। কিন্তু এবার তিনি তা ভিন্নভাবে ফায়সালা দিলেন।

তখন আমি বললাম, "আমি তো গত বছর আপনাকে দেখেছিলাম, আপনি এটির ভিন্ন ফায়সালা দিয়েছিলেন!"

তিনি (উমর রাঃ) বললেন, "সেটি ছিল সেই ফায়সালার উপর যা আমরা দিয়েছিলাম; আর এটিও সেই ফায়সালার উপর যা আমরা দিয়েছি।"