سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
61 - سَعِيدٌ قَالَ: نا هُشَيْمٌ، قَالَ: أنا مُغِيرَةُ، قَالَ: أنا الْهَيْثَمُ بْنُ زَيْدٍ، عَنْ شُعْبَةَ بْنِ التَّوْأَمِ الضَّبِّيِّ، قَالَ: تُوُفِّيَ أَخٌ لَنَا فِي عَهْدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، وَتَرَكَ جَدَّهُ وَإِخْوَتَهُ، فَأَتَيْنَا ابْنَ مَسْعُودٍ، فَأَعْطَى الْجَدَّ مَعَ الْإِخْوَةِ السُّدُسَ، ثُمَّ تُوُفِّيَ أَخٌ لَنَا آخَرُ فِي عَهْدِ عُثْمَانَ، وَتَرَكَ جَدَّهُ وَإِخْوَتَهُ، فَأَتَيْنَا ابْنَ مَسْعُودٍ، فَأَعْطَى الْجَدَّ مَعَ الْإِخْوَةِ الثُّلُثَ، فَقُلْنَا: أَمَا أَتَيْنَاكَ فِي أَخِينَا الْأَوَّلِ فَجَعَلْتَ لِلْجَدِّ مَعَ الْإِخْوَةِ السُّدُسَ، ثُمَّ جَعَلْتَ لَهُ الْآنَ الثُّلُثَ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ: «إِنَّمَا نَقْضِي بِقَضَاءِ أَئِمَّتِنَا»
অনুবাদঃ শূ’বাহ ইবনে আত-তাওয়াম আদ-দাব্বি (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত:
উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর খেলাফতকালে আমাদের এক ভাই ইন্তেকাল করেন। তিনি তাঁর দাদা এবং আপন ভাইদের রেখে যান। তখন আমরা ইবনে মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে এলাম। তিনি ভাইদের সাথে দাদাকে এক-ষষ্ঠাংশ (সম্পত্তির ১/৬ অংশ) দিলেন।
এরপর উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর খেলাফতকালে আমাদের আরেক ভাই ইন্তেকাল করেন। তিনিও তাঁর দাদা ও আপন ভাইদের রেখে যান। তখন আমরা পুনরায় ইবনে মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে এলাম। তিনি ভাইদের সাথে দাদাকে এক-তৃতীয়াংশ (১/৩ অংশ) দিলেন।
আমরা বললাম: আমরা যখন আমাদের প্রথম ভাইয়ের ব্যাপারে আপনার কাছে এসেছিলাম, তখন আপনি ভাইদের সাথে দাদাকে এক-ষষ্ঠাংশ দিয়েছিলেন, আর এখন তাকে এক-তৃতীয়াংশ দিলেন?
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: “আমরা তো কেবল আমাদের ইমামগণ (পূর্ববর্তী খলীফাগণ)-এর ফয়সালা অনুসারেই ফয়সালা দেই।”