سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
60 - سَعِيدٌ قَالَ: نا هُشَيْمٌ، قَالَ: أنا مُطَرِّفٌ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ: كَتَبَ عُمَرُ إِلَى أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ «إِنَّا كُنَّا أَعْطَيْنَا الْجَدَّ مَعَ الْإِخْوَةِ السُّدُسَ وَلَا أَحْسَبُنَا إِلَّا قَدْ أَجْحَفْنَا بِهِ فَإِذَا أَتَاكَ كِتَابِي هَذَا فَأَعْطِ الْجَدَّ مَعِ الْأَخِ الشَّطْرَ، وَمَعَ الْأَخَوَيْنِ الثُّلُثَ، فَإِذَا كَانُوا أَكْثَرَ مِنْ ذَلِكَ فَلَا تُنْقِصْهُ مِنَ الثُّلُثَ»
অনুবাদঃ শা’বী (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আবু মূসা আল-আশআরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে লিখলেন:
“আমরা (পূর্বে) ভাই-বোনদের উপস্থিতিতে দাদাকে ষষ্ঠাংশ (ছয় ভাগের এক ভাগ) দিতাম। কিন্তু আমি মনে করি যে, আমরা এর মাধ্যমে তাকে অবিচারমূলকভাবে বঞ্চিত করেছি। অতএব, যখন তোমার কাছে আমার এই পত্র পৌঁছবে, তখন দাদাকে একজন ভাইয়ের সাথে অর্ধাংশ (অর্ধেক) দেবে এবং দুজন ভাইয়ের সাথে এক-তৃতীয়াংশ দেবে। আর যদি তারা এর চেয়ে বেশি হয়, তবে তাকে (দাদাকে) এক-তৃতীয়াংশের কম দেবে না।”