الحديث


سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর





سنن سعيد بن منصور (59)


59 - سَعِيدٌ قَالَ: نا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: نا الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ، قَالَ: كَانَ عُمَرُ وَعَبْدُ اللَّهِ يُقَاسِمَانِ بِالْجَدِّ مَعَ الْإِخْوَةِ مَا بَيْنَهُ وَبَيْنَ -[67]- أَنْ يَكُونَ السُّدُسُ خَيْرٌ لَهُ مِنْ مُقَاسَمَةِ الْإِخْوَةِ، ثُمَّ إِنَّ عُمَرَ كَتَبَ إِلَى عَبْدِ اللَّهِ: «إِنِّي لَا أُرَانَا إِلَّا قَدْ أَجْحَفْنَا بِالْجَدِّ، فَإِذَا جَاءَكَ كِتَابِي هَذَا فَقَاسِمْ بِهِ مَعَ الْإِخْوَةِ مَا بَيْنَهُ وَبَيْنَ أَنْ يَكُونَ الثُّلُثُ خَيْرٌ لَهُ مِنْ مُقَاسَمَتِهِمْ. فَأَخَذَ بِذَلِكَ عَبْدُ اللَّهِ»




অনুবাদঃ উবাইদ ইবনে নুদাইলাহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এবং আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) দাদার জন্য ভাইদের সাথে অংশীদারিত্বের ক্ষেত্রে এমনভাবে বন্টন করতেন যেন ভাইদের সাথে অংশীদারিত্বের চেয়ে এক-ষষ্ঠাংশ (১/৬) গ্রহণ করা তাঁর জন্য উত্তম হলে, সেই উত্তম অংশটিই তাঁকে দেওয়া হয়।

এরপর উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আবদুল্লাহর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) নিকট লিখলেন: "আমার মনে হয় যে আমরা দাদাকে (তাঁর প্রাপ্য অধিকার থেকে) কিছুটা কম দিয়েছি। অতএব, যখন তোমার কাছে আমার এই পত্র পৌঁছবে, তখন তুমি দাদার সাথে ভাইদের এমনভাবে বন্টন করো যেন ভাইদের সাথে অংশীদারিত্বের চেয়ে যদি এক-তৃতীয়াংশ (১/৩) গ্রহণ করা তাঁর জন্য উত্তম হয়, তবে সেই উত্তম অংশটিই তাঁকে দেওয়া হয়।"

অতঃপর আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এই নির্দেশ অনুযায়ী কাজ করলেন।