سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
58 - سَعِيدٌ قَالَ: نا هُشَيْمٌ، قَالَ: أنا عَوْفٌ، عَنِ الْحَسَنِ، قَالَ: كَتَبَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِلَى عَامِلٍ لَهُ أَنْ أَعْطِ الْجَدَّ مَعَ الْأَخِ الشَّطْرَ، وَمَعَ الْأَخَوَيْنِ الثُّلُثَ، وَمَعَ الثَّلَاثَةِ الرُّبُعَ، وَمَعَ الْأَرْبَعَةِ الْخُمُسَ، وَمَعَ الْخَمْسَةِ السُّدُسَ، فَإِذَا كَانُوا أَكْثَرَ مِنْ ذَلِكَ فَلَا تَنْقُصْهُ مِنَ السُّدُسِ "
অনুবাদঃ হাসান (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর এক কর্মচারীর নিকট এই মর্মে লিখলেন যে, তুমি (মৃতের) দাদাকে অংশ প্রদান করো: যখন একজন ভাই থাকবে, তখন অর্ধেক দেবে; যখন দুইজন ভাই থাকবে, তখন এক-তৃতীয়াংশ দেবে; যখন তিনজন থাকবে, তখন এক-চতুর্থাংশ দেবে; যখন চারজন থাকবে, তখন এক-পঞ্চমাংশ দেবে; এবং যখন পাঁচজন থাকবে, তখন এক-ষষ্ঠাংশ দেবে। আর যদি তাদের সংখ্যা এর চেয়েও বেশি হয়, তবে তার অংশ যেন এক-ষষ্ঠাংশ (সুদুস) থেকে কম না হয়।