سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
سنن سعيد بن منصور (2966)
2966 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: لَقِيتُ رَجُلًا فِي مَسْجِدِ الْكُوفَةِ فَحَدَّثَنِي قَالَ: «كُنْتُ فِيمَنْ حَكَمَ فِيهِمْ سَعْدُ بْنُ مُعَاذٍ فَشَكُّوا فِيَّ فَوَجَدُونِي لَمْ تَجْرِ عَلَيَّ الْمُوسَى فَخَلَّوْا عَنِّي»
অনুবাদঃ মুজাহিদ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি কুফার মসজিদে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছিলাম। তিনি আমাকে জানালেন, "আমি সেই লোকদের অন্তর্ভুক্ত ছিলাম যাদের বিষয়ে সা’দ ইবনু মু’আয (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ফয়সালা দিয়েছিলেন। (ফয়সালার পর) তারা আমার ব্যাপারে সন্দেহ করলো। এরপর তারা দেখলো যে, আমার উপর তখনও ক্ষুর চলেনি (অর্থাৎ, আমি সাবালক হইনি)। ফলে তারা আমাকে মুক্তি দিলো।"