الحديث


سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর





سنن سعيد بن منصور (2965)


2965 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا هُشَيْمٌ، قَالَ: أنا عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، قَالَ: حَدَّثَنِي عَطِيَّةُ الْقُرَظِيُّ، قَالَ: كُنْتُ فِيمَنْ عُرِضَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ قُرَيْظَةَ فَشَكُّوا فِيَّ فَنَظَرُوا إِلَى عَانَتِي فَلَمْ يَجِدُونِي أَنْبَتُّ فَخَلَّى سَبِيلِي "




অনুবাদঃ আতিয়্যা আল-ক্বুরাজী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: কুরাইযা গোত্রের (যুদ্ধের) দিন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে পেশ করা হয়েছিল। আমি সেইসব লোকদের অন্তর্ভুক্ত ছিলাম। তারা আমার (প্রাপ্তবয়স্ক হওয়া) নিয়ে সন্দেহ পোষণ করল। এরপর তারা আমার নাভীর নিচের অংশে (গুপ্তাঙ্গের দিকে) তাকাল এবং দেখল যে আমার চুল গজায়নি। ফলে তারা আমার পথ ছেড়ে দিল (আমাকে মুক্ত করে দিল)।