سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
2954 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ: أَخْبَرَنِي مَنْ رَأَى عَمْرَو بْنَ الْعَاصِ يَوْمَ صِفِّينَ عَلَى مِنْبَرٍ لَهُ عَجَلٌ تُجَرُّ بِهِ، فَقَالَ: " يَا عَبْدَ اللَّهِ أَقِمِ الصَّفَّ كَقَصِّ الشَّارِبِ؟ ثُمَّ قَالَ: " عَلَيَّ بِالسِّلَاحِ، فَأَلْقَوْا حَوْلَهُ مِثْلَ الْحَرَّةِ السَّوْدَاءِ، ثُمَّ قَالَ: خُذُوا فَإِنَّ هَؤُلَاءِ أَخْطَئُوا خَطِيئَةً بَلَغَتْ عَنَانَ السَّمَاءِ، فَأَقْبَلَ النَّاسُ فَأَخَذُوا، فَقَالَ: عَلَيْكُمُ الدَّجَّالَ " يَعْنِي هَاشِمَ بْنَ عُتْبَةَ الْأَعْوَرَ
অনুবাদঃ আমর ইবনু দীনার (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: যে ব্যক্তি সিফফিনের দিন আমর ইবনুল আস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে চাকাযুক্ত, টেনে নিয়ে যাওয়া হতো এমন একটি মিম্বারের উপর দেখেছিলেন, তিনি আমাকে জানিয়েছেন। তখন তিনি (আমর ইবনুল আস) বললেন: "হে আল্লাহর বান্দা, গোঁফ ছাঁটার মতো করে কাতার সোজা করো।" অতঃপর তিনি বললেন, "আমার কাছে অস্ত্র আনো।" তখন লোকেরা তার আশেপাশে কালো পাথররাশির (কালো লাভার মতো) মতো করে অস্ত্র জমা করল। এরপর তিনি বললেন, "তোমরা (অস্ত্র) নাও। কেননা এই লোকেরা এমন ভুল করেছে যা আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে গেছে।" এরপর লোকেরা এগিয়ে এসে অস্ত্র গ্রহণ করল। তখন তিনি বললেন: "তোমরা দাজ্জালকে ধরো!" (তিনি এর দ্বারা হাশিম ইবনু উতবাহ আল-আওয়ারকে উদ্দেশ্য করেছিলেন)।